স্টাফ রিপোর্টার :
শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ সভাপতি, নবনির্বাচিত সংসদ সদস্য প্রথমবারের মতো পূর্ণরুপে পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে বঙ্গভবনে কুজেন্দ্র লাল ত্রিপুরার শপথ গ্রহণ করেন।
চতুর্থ মেয়াদে ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গতকাল ১০জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ২৫ জনকে পূর্ণমন্ত্রী এবং ১১ জনকে প্রতিমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
এরই ধারাবাহিকতায় ১১জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৭.০০ঘটিকায় বঙ্গভবনে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।অন্যান্যদের সাথে পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে বঙ্গভবনে কুজেন্দ্র লাল ত্রিপুরা শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলা খাগড়াছড়ি ২৯৮নং আসন হতে “কুজেন্দ্র লাল ত্রিপুরা” নৌকা প্রতীকে ২লক্ষ ২০হাজার ৮১৬ভোট পেয়ে জয় লাভ করেন।এছাড়াও বিগত দশম জাতীয় সংসদ ২০১৪সাল নির্বাচনে ১মবার, একাদশ জাতীয় সংসদ ২০১৮সালে ২য় বার, দ্বাদশ জাতীয় সংসদ ২০২৪নির্বাচনে নৌকা প্রতীকে ৩য় মেয়াদে জয়লাভ করেন।
খাগড়াছড়ি জেলার ২৯৮নং আসন হতে ২য় বারের মতো বর্তমান সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন। আমাদের খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা’র প্রতিমন্ত্রী হিসেবে ঘোষণা হওয়ার সাথে সাথে মহালছড়ি উপজেলা সহ ৯টি উপজেলায় আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠন নেতাকর্মীদের মাঝে আনন্দ ছড়িয়ে পড়ে।
উল্লেখ্যে যে,এরপূর্বে ১৯৯৬-২০০১ সময়ে তৎকালীন সাংসদ কল্পরঞ্জন চাকমা পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।