হাজী জাহিদ, নরসিংদী
চাঁদা না দেওয়াই নরসিংদী পৌরসভার ভাগদী মোজাই জেলা যুবলীগের নেতার বাউন্ডারি ওয়াল ভাঙচুর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন । ১০ জানুয়ারি বাদ মাগরি স্থানীয় একটি হাসপাতালে সংবাদ সম্মেলন আয়োজন করেন নরসিংদী জেলা যুবলীগের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ নুরুল ইসলাম । লিখিত বক্তব্য তিনি বলেন আমি নুরুল ইসলাম (৪০), জাতীয় পরিচয় পত্র নং-১৯১ ৫৬৪
৫৪১৮, পিতা-রহমহ উল্লাহ, সাং-১৯৭/১ বাসাইল, থানা ও জেলা-নরসিংদী। লিখিত বক্তব্যে নুরুল ইসলাম বলেন প্রিয় সাংবাদিক ভায়েরা মাহবুবুল আলম ভূইয়া(৫০), জাকির হোসেন ভূঁইয়া(৬০), উত্তর পিতা-মৃত মকবুল হোসেন ভূইয়া, আলী আহম্মদ(৬০) পিতা-অজ্ঞাত, সর্ব সাং-ভাগদী, মনির (৪৭), , পিতা-অজ্ঞাত, সাং-চৌয়ালা,
থানা ও জেলা-নরসিংদী সহ অজ্ঞাতনামা ৪/৫ জন গণদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করিতেছি
যে, বিবাদীরা খুবই খারাপ, উচ্ছৃংখল, পরসম্পদ লোভী লোক। আমার নরসিংদী থানাধীন
ভাগদী মৌজাস্থিত বেলদী রোড সংলগ্ন ৫.৮ শতাংশ জায়গা রহিয়াছে আমার ক্রয়কৃত জায়গা ।
বর্ণিত ১নং বিবাদীর সাক্ষীতে আমি ক্রয় করিলে আমাকে দখল বুঝাইয়া দেয়। পরবর্তীতে
বিবাদীরা পূর্ব হইতেই আমার উক্ত জায়গা জোর-পূর্বক দখলের পায়তারা চালাইতেছে। ১নং বিবাদী নেতৃেত্বে বর্ণিত ২ ও ৩নং বিবাদীদ্বয় তাহার লোকজন নিয়া আমার জায়গার রাস্তা জোর-
পূর্ব বন্ধ করিয়া দেওয়ার চেষ্টা চালাইয়াতেছে। একপর্যায়ে ১নং বিবাদী আমার নিকট ৩(তিন)
লক্ষ টাকা চাঁদা দাবি করেন টাকা না দিলে তাহার লোকজন দিয়া আমার ক্ষতি করিবে মর্মে ভয়-ভীতি দেখায়।
পরবর্তীতে আমি ১নং বিবাদী নগদ ১(এক)লক্ষ টাকা চেক (তারিখ:১৫/০৫/২০২৩ইং, UCB
Bank) ও বিকাশের মাধ্যমে প্রদান করি। বিবাদীরা ক্ষান্ত না হইয়া প্রতিনিয়ত আমাকে
আমার জায়গা দখলের হুমকী ধামকী প্রদান করিয়া আসিতেছে। গত ৪-০১-২০২৪ তারিখ
আনুমানিক সকাল ০৮:০০ ঘটিকার সময় আমি জানতে পারি যে, উপরোক্ত বিবাদীরা যুগ সাজেসে
তাহাদের অজ্ঞাতনামা লোকজন দিয়া আমার ভাগদী মৌজাাইত বেলদী সাকিনস্থ জায়গার রাস্তা বন্ধ
করিয়া অবৈধ ভাবে উপরোক্ত বিবাদীরা ইটের ওয়াল নির্মাণ করিতেছে। আমি তাৎক্ষণিক উক্ত
স্থানে গিয়া ২ ও ৩নং বিবাদীকে সেখানে উপস্থিত দেখতে পাইয়া বিনয়ের সহিত আমার জায়গার
রাস্তায় অবৈধ ভাবে ওয়াল নির্মাণ করিতে নিষেধ করিলে সে ক্ষীপ্ত হইয়া আমাকে অকথ্য ভাষায়
মালি-গালাজ করত: আমার জায়গা জোর-পূর্বক দখল করিবে বলিয়া আমাকে প্রাণ নাশের হুমকী
প্রদান করে। আমি আইনের আশ্রয় নিব বলায় ৩নং বিবাদী আমাকে হত্যা করিয়া নাশ গুম করিয়া
দিয়া আমার জায়গা জোর-পূবক দখল করিবে মর্মে ভয়-ভীতি দেখাইয়া এলাকা ছাড়া: হুমকী
প্রদান করে। বিবাদীদের এহেন কর্মকান্ডে, হুমকীতে আমি আতংকিত ও ক্ষতিগ্রস্থ। উপরোক্ত বিবাদীগণ যে-কোন সময় আমার বড় ধরনের ক্ষতি করিতে পারে এবং আমি নিরাপত্তা হীনতায়
ভূগতেছি। এছাড়া বিবাদীগণ যে-কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সমূহ সম্ভাবনা বিদ্যমান। আমি তাদের ভয়ে চলে আসলে গত ৯ জানুয়ারি আমার বাউন্ডারি ওয়াল ভেঙ্গে ফেলে আমি থানায় অভিযোগ করলে ১০ জানুয়ারি অনুমান বিকাল ৪ ঘটিকায় নরসিংদী মডেল থানার এস আই কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে । প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদের মাধ্যমে আমি মাননীয় জেলা প্রশাসক পুলিশ সুপার সদর ইউ এন ও, ও এসিল্যান্ড মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি ভূমি দস্যুদের হাত থেকে আমার জমি রক্ষার জন্য এবং আমার ও আমার পরিবারের নিরাপত্তা ব্যবস্থা করার জন্য। অপরদিকে এস আই কামরুল জানান আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি যাতে আইন শৃঙ্খলার কোন অবনতি না ঘটে আমি উভয় গ্রুপকে সতর্ক করেছি বক্তব্য নিলে ওসি স্যারের সাথে কথা বলে আমি স্যারকে জানিয়েছি ঘটনাটি। এ ব্যাপারে ১ নং বিবাদী নরসিংদী পৌরসভার কাউন্সিলর মাহবুবুর রহমানের বক্তব্য নিতে গেলে তিনি বলেন এ ব্যাপারে আমি কোন জানিনা । জমির তফছিল নরসিংদী থানাধীন ভাগদী মৌজাস্থিত
জমির শ্রেণী নাল জমি ওয়াল
দেওয়াখতিয়ান
৭১দাগ নংআর.এস-৫১৫জমির পরিমান
৫.৮(পাঁচ দশমিক আট) শতাংশ।