সাঁড়া মাড়োয়ারি স্কুল এন্ড কলেজের প্রয়াত হেডটিচার লুৎফুর রহমানের ২০তম মৃত্যুবার্ষিকী আজ
ঈশ্বরদীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সাঁড়া মাড়োয়ারি হাই স্কুল ও কলেজের প্রয়াত হেডটিচার, রাজনীতিক, সাহিত্যিক ও পাঠ্যপুস্তকের লেখক লুৎফুর রহমানের ২০তম মৃত্যুবার্ষিকী আজ। বিগত ২০০১ সালের এইদিনে (৩ ডিসেম্বর) তিনি রাজধানী ঢাকার কল্যাণপুরের বাড়িতে হার্টএ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাঁর গ্রামের বাড়ি উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারি আইকে রোডে। তিনি ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদ ও চরমিরকামারি ভাষাশহীদ বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা সভাপতি ও স্বাগতঃ নামে একটি সাহিত্য সাময়িকীর সম্পাদক ছিলেন। বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭৩ সালে অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন আহমদের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করে হেরে যান।
আমরা আমাদের এই প্রিয় শিক্ষকের আত্মার চিরশান্তি কামনা করি।