আলোকবালী ইউপি নির্বাচনে দেলোয়ার হোসেন সরকারকে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় ইউনিয়নবাসী
নরসিংদী প্রতিনিধি: নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চান বর্তমান চেয়ারম্যান, আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন সরকার।গত ২৮ সেপ্টেম্বর নরসিংদী সদর আসনের এমপি নজরুল ইসলাম হিরু (বীর প্রতীক)এর ডাকে জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন উপলক্ষে নরসিংদী স্বাধীনতা চত্বরের সামনে এক বিরাট জনসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়, ওই জনসভায় দেলোয়ার হোসেন সরকার দিপু তার ইউনিয়ন থেকে শতাধিক নৌকাযোগে একটি বিশাল মিছিল সহকারে উপস্থিত হলে জেলা নেতাদের নজর কারে। তার বাবা মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সরকার আলোকবালী ইউনিয়নের পাঁচবারের সফল চেয়ারম্যান ছিলেন। আততায়ী দের ছুড়িঘাতে যখন নিহত হন ঠিক সেই সময় আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃত্বশূন্যতায় ভোগ ছিল। সেই সময় নেতৃত্বশূন্যতা থেকে আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের হাল ধরেন দেলোয়ার হোসেন সরকার ।সেই থেকে আজ অবধি তিনি আওয়ামী লীগের সভাপতি পদে আসীন হন এবং ইউপি নির্বাচনের দুই দুইবার জয়লাভ করেন। দেলোয়ার হোসেন সরকার দিপু বলেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ বাস্তবায়নের জন্য এবং আগামী দিনের সুখী-সমৃদ্ধ ইউনিয়ন গড়ার প্রত্যয় আমি আবারও আলোক বালি ইউপি নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচন করতে চাই। আমি আশা করি জননেত্রী শেখ হাসিনা আমার হাতে নৌকা মার্কা তুলে দিবেন।