ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নিষিদ্ধ পলিথিন জব্দ, ৫ হাজার টাকা জরিমানা

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকা‌ঠির নল‌ছি‌টিতে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করার দায়ে ৩ ব্যবসায়ীকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমা‌প্তি রা‌য় অভিযান পারচা‌লনা করে ১১ কেজি ৭’শ গ্রাম নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করেন।এ সময় নল‌ছি‌টি থানার সাব ইন্স‌পেক্টর হেমা‌য়েত ও তার সহ‌যোগী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও বিক্রি করার অপরাধে পরিবেশ সংরক্ষন আইনে ব্যবসায়ীদের কাছ থেকে এ এজরিমানা আদায় করা হয়। নলছিটি পৌর শহরের ব্যবসায়ী হা‌নিফ হাওলাদার‌কে ৩ হাজার টাকা, শ‌্যামল‌কে ৫’শ টাকা ও নাঈম‌কে ১হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ব‌লেন, এটা শুধুই ব‌্যবসায়‌ীদের সতর্ক করা হ‌লো।পরবর্তী‌তে প‌লি‌থিন পে‌লে জ‌রিমানা সহ শা‌স্তি ভোগ ক‌রতে হবে।

ট্যাগস :
জনপ্রিয়

মাধবদীতে জামায়াতের নবগঠিত কমিটির শহর আমীরের শপথগ্রহণ অনুষ্ঠিত

নিষিদ্ধ পলিথিন জব্দ, ৫ হাজার টাকা জরিমানা

আপডেট : ০৭:৪৫:০০ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকা‌ঠির নল‌ছি‌টিতে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করার দায়ে ৩ ব্যবসায়ীকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমা‌প্তি রা‌য় অভিযান পারচা‌লনা করে ১১ কেজি ৭’শ গ্রাম নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করেন।এ সময় নল‌ছি‌টি থানার সাব ইন্স‌পেক্টর হেমা‌য়েত ও তার সহ‌যোগী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও বিক্রি করার অপরাধে পরিবেশ সংরক্ষন আইনে ব্যবসায়ীদের কাছ থেকে এ এজরিমানা আদায় করা হয়। নলছিটি পৌর শহরের ব্যবসায়ী হা‌নিফ হাওলাদার‌কে ৩ হাজার টাকা, শ‌্যামল‌কে ৫’শ টাকা ও নাঈম‌কে ১হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ব‌লেন, এটা শুধুই ব‌্যবসায়‌ীদের সতর্ক করা হ‌লো।পরবর্তী‌তে প‌লি‌থিন পে‌লে জ‌রিমানা সহ শা‌স্তি ভোগ ক‌রতে হবে।