জবিস্থ নরসিংদী জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে আশরাফুল-রিদুয়ান
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত নরসিংদী জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদ’ এর ২০২৪-২০২৫ বছরের কমিটি গঠন করা হয়েছে। এতে ২০১৯-২০ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী আশরাফুল ইসলাম সভাপতি এবং একই শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী রিদুয়ান ইসলাম কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) সংগঠন সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে মঙ্গলবার রাতে জবিস্থ নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আঞ্জুমান আরা এবং শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড. মনিরা জাহান কমিটির অনুমোদন করেন৷
নবগঠিত এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি হাসিবুল হাসান রাহাত, এবং যুগ্ম সাধারণ সম্পাদক নাজির আহমেদ।
কমিটি সূত্রে জানা যায়, আগামী এক বছরের জন্য কমিটির অনুমোদন করা হয়। এছাড়াও কমিটি ঘোষণার এক সপ্তাহের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করার নির্দেশনা দেয়া হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি আশরাফুল ইসলাম বলেন, জেলা ছাত্রকল্যাণ শিক্ষার্থীদের কল্যাণার্থে কাজ করবে। নরসিংদী জবিয়ানদের সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাব একসাথে। শিক্ষার্থী সুলভ হওয়াই আমার মূল উদ্দেশ্য।
সাধারণ সম্পাদক রিদুয়ান ইসলাম জানান, ‘নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদ গতানুগতিক ধারা থেকে ব্যতিক্রম হবে আশা করি। আমরা কিছু উদ্যোগ এখনি নিয়েছি, হতদরিদ্র ভাইবোনদের প্রতি গভীর দৃষ্টি থাকবে। দ্রুত কমিটি পূর্ণাঙ্গ করার মাধ্যমে নরসিংদী জেলা ছাত্রকল্যাণকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। জেলার শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করে যাবো এটাই প্রত্যাশা।’
উল্লেখ্য যে, নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদ প্রতিষ্ঠাকালীন সময় থেকে সামাজিক ও সহযোগিতা মূলক কর্মকাণ্ড করে আসছে৷ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে অগ্রণী ভূমিকা পালন করে থাকে৷ এছাড়াও নবীন শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় হেল্প ডেস্ক বসিয়ে সহযোগিতা করে থাকে শিক্ষার্থীদের এ সংগঠনটি৷
###