ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সময়ের প্রয়োজনে শীতের উপহার নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি -ছাত্রলীগের সভাপতি সাদ্দাম

শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড়

চলমান শৈত্যপ্রবাহের দাপটে বিপযস্ত ও দূর্ভোগে পড়া দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের নিম্ন আয়ের সাধারণ মানুষের পাশে শীতের উপহার হিসেবে কম্বল নিয়ে দাঁড়িয়েছেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। এর আগে ঈদ ও পূজোতেও উপহার নিয়ে দাঁড়িয়েছিলেন তিনি।
এ সময় তিনি বলেছেন, মানুষের প্রতি দায়িত্বের অংশ হিসেবে ছাত্রলীগের কর্মী ও ছাত্র রাজনীতি করা সত্বেও সময়ের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে আজকের এই শীতবস্ত্র বিতরণ করছি।
সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে জেলার বোদা উপজেলার পৌর এলাকার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের পাশে কেন্দ্রীয় শহীদ মিনারে এক হাজার পাঁচশ দারিদ্র মানুষের মাঝে তারুণ্য গড়বে পঞ্চগড় ব্যানারে শীতের এই উপহার তুলে দেন তিনি। এর আগে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে জেলার বোদা ও দেবীগঞ্জ উপজেলার ২০ ইউনিয়ন ও দুইটি পৌরসভায় নিজস্ব অর্থায়নে ছাত্রলীগের কর্মীদের নিয়ে মোট ১৫ হাজার কম্বল উপহার হিসেবে বিতরণ করেন ছাত্রলীগের এই নেতা।
এসময় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সকলের উদ্দেশ্যে বলেন, পুরো বাংলাদেশে শৈত্যপ্রবাহের কারণে মানুষের জীবনে বিপর্যয় নেমে এসেছে। দূর্ভোগে পড়ছে নিম্ন আয়ের মানুষ। সকলেই জানেন, আমি ছাত্র মানুষ ছাত্র রাজনীতি করি। আর এই ছাত্র রাজনীতির মাঝে মানুষের প্রতি দায়িত্বের অংশ হিসেবে ছাত্রলীগের কর্মী হওয়ার পরেও সময়ের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে আজকের এই শীতবস্ত্র উপহার হিসেবে বিতরণ করছি। এটি আমার ব্যক্তিগত কোন কর্মসূচি নয়, এটি পঞ্চগড়ের তারুণ্যের কর্মসূচি।
সাদ্দাম বলেন, অসাধ্য চ্যালেঞ্জ মোকাবেলা করে মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র, উনয়ন ও মানুষের সার্বিক জীবনযাত্রা বদলে দিয়েছেন। তিনি এখন পাঁচবারের সফল একজন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, নেতা হওয়ার জন্য রাজনীতি নয়, ঐক্যবদ্ধ হয়ে মানুষের প্রয়োজনে মানুষের পরিবর্তনের জন্য কাজ করে যাবো, সেটাই হবে রাজনীতি।
সাদ্দাম বলেন, শিক্ষার পরিবেশ বজায় রাখতে সারাদেশে কাজ করছি। যাতে শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা পড়াশোনা করে নিজের মেধা ও দক্ষতায় কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারে।
ছাত্রলীগ সভাপতি বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে আপনাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে সামান্য এই উপহার নিয়ে এসেছি। এটি আমার ব্যক্তিগত কর্মসূচি নয় এটি পঞ্চগড়ের তারুণ্যের কর্মসূচি।
তিনি বোদা-দেবীগঞ্জ উপজেলাকে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও অর্থনীতিতে সারা দেশের মধ্যে মডেল হিসেবে গড়ে তুলতে চান। সততা, দক্ষতা, আন্তরিকতা আর শক্তি সামর্থ্য নিয়ে মানুষের জন্য যেন কাজ করে যেতে পারেন এজন্য সকলের নিকট দোয়া ও আর্শিবাদ কামনা করেন । তিনি সকলকে দল, উপদল, ভেদাভেদ ভুলে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে মানুষের জন্য কাজ করার আহবান জানান।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম সাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে পৌর মেয়র আজাহার আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি ইসতিয়াজ হোসেন মির্জা, জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুর রহিম রিপন, বোদা উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু, আমন্ত্রিত অতিথি হিসেবে জেলা জাসদ সভাপতি এমরান আল আমিন বক্তব্য দেন। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও এলাকার জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রলীগ নেতা নূরে আলম সিদ্দিকী তেনজিং। উপহার হিসেবে কম্বল বিতরণ কর্সূচির সমন্বয়ক ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা অমিয় আলম অমি। এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সিয়াম রহমান, দপ্তর সম্পাদক মেফতাহুল পান্থ, উপ প্রচার সম্পাদক বিএম জবল ই রহমত, উপ ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মামুন আলী, উপ দপ্তর সম্পাদক তানবীর আহমেদ স্বাধীন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পৌর সভার এক হাজার পাঁচশত জনের মাঝে উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়। বিকালে দেবীগঞ্জে পৌরসভার এক হাজার পাঁচশত জনের মাঝে উপহার হিসেবে কম্বল বিতরণ করেন তিনি।
এর আগে তারুণ্যে গড়বে পঞ্চগড় ব্যানারে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বোদা ও দেবীগঞ্জ উপজেলার ২০ টি ইউনিয়নসহ দুটি পৌরসভায় উষ্ণ উপহার হিসেবে কম্বল বিতরণ করার কর্মসূচির ইতি টানেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয়

মাধবদীতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতার রাকিবুলের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

সময়ের প্রয়োজনে শীতের উপহার নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি -ছাত্রলীগের সভাপতি সাদ্দাম

আপডেট : ০৭:১৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪

শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড়

চলমান শৈত্যপ্রবাহের দাপটে বিপযস্ত ও দূর্ভোগে পড়া দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের নিম্ন আয়ের সাধারণ মানুষের পাশে শীতের উপহার হিসেবে কম্বল নিয়ে দাঁড়িয়েছেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। এর আগে ঈদ ও পূজোতেও উপহার নিয়ে দাঁড়িয়েছিলেন তিনি।
এ সময় তিনি বলেছেন, মানুষের প্রতি দায়িত্বের অংশ হিসেবে ছাত্রলীগের কর্মী ও ছাত্র রাজনীতি করা সত্বেও সময়ের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে আজকের এই শীতবস্ত্র বিতরণ করছি।
সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে জেলার বোদা উপজেলার পৌর এলাকার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের পাশে কেন্দ্রীয় শহীদ মিনারে এক হাজার পাঁচশ দারিদ্র মানুষের মাঝে তারুণ্য গড়বে পঞ্চগড় ব্যানারে শীতের এই উপহার তুলে দেন তিনি। এর আগে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে জেলার বোদা ও দেবীগঞ্জ উপজেলার ২০ ইউনিয়ন ও দুইটি পৌরসভায় নিজস্ব অর্থায়নে ছাত্রলীগের কর্মীদের নিয়ে মোট ১৫ হাজার কম্বল উপহার হিসেবে বিতরণ করেন ছাত্রলীগের এই নেতা।
এসময় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সকলের উদ্দেশ্যে বলেন, পুরো বাংলাদেশে শৈত্যপ্রবাহের কারণে মানুষের জীবনে বিপর্যয় নেমে এসেছে। দূর্ভোগে পড়ছে নিম্ন আয়ের মানুষ। সকলেই জানেন, আমি ছাত্র মানুষ ছাত্র রাজনীতি করি। আর এই ছাত্র রাজনীতির মাঝে মানুষের প্রতি দায়িত্বের অংশ হিসেবে ছাত্রলীগের কর্মী হওয়ার পরেও সময়ের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে আজকের এই শীতবস্ত্র উপহার হিসেবে বিতরণ করছি। এটি আমার ব্যক্তিগত কোন কর্মসূচি নয়, এটি পঞ্চগড়ের তারুণ্যের কর্মসূচি।
সাদ্দাম বলেন, অসাধ্য চ্যালেঞ্জ মোকাবেলা করে মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র, উনয়ন ও মানুষের সার্বিক জীবনযাত্রা বদলে দিয়েছেন। তিনি এখন পাঁচবারের সফল একজন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, নেতা হওয়ার জন্য রাজনীতি নয়, ঐক্যবদ্ধ হয়ে মানুষের প্রয়োজনে মানুষের পরিবর্তনের জন্য কাজ করে যাবো, সেটাই হবে রাজনীতি।
সাদ্দাম বলেন, শিক্ষার পরিবেশ বজায় রাখতে সারাদেশে কাজ করছি। যাতে শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা পড়াশোনা করে নিজের মেধা ও দক্ষতায় কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারে।
ছাত্রলীগ সভাপতি বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে আপনাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে সামান্য এই উপহার নিয়ে এসেছি। এটি আমার ব্যক্তিগত কর্মসূচি নয় এটি পঞ্চগড়ের তারুণ্যের কর্মসূচি।
তিনি বোদা-দেবীগঞ্জ উপজেলাকে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও অর্থনীতিতে সারা দেশের মধ্যে মডেল হিসেবে গড়ে তুলতে চান। সততা, দক্ষতা, আন্তরিকতা আর শক্তি সামর্থ্য নিয়ে মানুষের জন্য যেন কাজ করে যেতে পারেন এজন্য সকলের নিকট দোয়া ও আর্শিবাদ কামনা করেন । তিনি সকলকে দল, উপদল, ভেদাভেদ ভুলে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে মানুষের জন্য কাজ করার আহবান জানান।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম সাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে পৌর মেয়র আজাহার আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি ইসতিয়াজ হোসেন মির্জা, জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুর রহিম রিপন, বোদা উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু, আমন্ত্রিত অতিথি হিসেবে জেলা জাসদ সভাপতি এমরান আল আমিন বক্তব্য দেন। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও এলাকার জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রলীগ নেতা নূরে আলম সিদ্দিকী তেনজিং। উপহার হিসেবে কম্বল বিতরণ কর্সূচির সমন্বয়ক ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা অমিয় আলম অমি। এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সিয়াম রহমান, দপ্তর সম্পাদক মেফতাহুল পান্থ, উপ প্রচার সম্পাদক বিএম জবল ই রহমত, উপ ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মামুন আলী, উপ দপ্তর সম্পাদক তানবীর আহমেদ স্বাধীন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পৌর সভার এক হাজার পাঁচশত জনের মাঝে উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়। বিকালে দেবীগঞ্জে পৌরসভার এক হাজার পাঁচশত জনের মাঝে উপহার হিসেবে কম্বল বিতরণ করেন তিনি।
এর আগে তারুণ্যে গড়বে পঞ্চগড় ব্যানারে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বোদা ও দেবীগঞ্জ উপজেলার ২০ টি ইউনিয়নসহ দুটি পৌরসভায় উষ্ণ উপহার হিসেবে কম্বল বিতরণ করার কর্মসূচির ইতি টানেন তিনি।