আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নজরুল ইসলাম ।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও’র আমন্ত্রণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান উপস্থনিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন লছিটি প্রেসক্লাব সভাপতি এনায়েত করিম মিঠু, সহসভাপতি ডাঃ ইউসুফ আলী তালুকদার, জাতীয় সাংবাদিক সংস্থা নলছিটি উপজেলা’র সভাপতি ও সাবেক প্রেসক্লাব সম্পাদক খলিলুর রহমান মৃধা, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আমির হোসেন, প্রেসক্লাব সাবেক সভাপতি আঃ কুদ্দুস তালুকদার, রিপোর্টার ইউনির সম্পাদক শাহাদাত হোসেন মনু, সহকারী অধ্যাপক মেসবাহ্ উদ্দিন খান রতন প্রমুখ।
এসময় জেলা-উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরমত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম সাংবাদিকদের রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ উল্লেখ করে নলছিটিকে একটি মডেল উপজেলা হিসেবে গড়েতোলার পাশাপাশি সরকারি যাবতীয় কর্মকাণ্ড যথাযথ ভাবে সম্পাদনের ক্ষেত্রে সাংবাদিকদের সহায়তা কামনা করেন।
জনাব নজরুল ইসলাম এর আগে বরিশাল বিভাগীয় কমিশনারের একান্ত সচিব ও পটুয়াখালী জেলার গলাপিচা উপজেলা সহকারী কমিশিনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএস’র ৩৫ ব্যাচের প্রশাসন ক্যাডার কর্মকর্তা।