মাজারুল ইসলাম জিয়া, শিবপুর প্রতিনিধি : শিবপুরে পুটিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের অস্থায়ী দলীয় কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয় সংলগ্ন ঢাকা সিলেট মহাসড়কের পাশে এই কার্যালয় শুভ উদ্বোধন করেন পুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পুটিয়া ইউপি চেয়ারম্যান খন্দকার হাসান উল সানি এলিছ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শিবপুর থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী আ ফ ম মাহাবুবুল হাসান মাহবুব।
পুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেদুল হাসান ভূইয়া রমজানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজ আহমেদ সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোশারফ ভুইয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাজায়েল ভুইয়া, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বেনু বিশ্বাস প্রমুখ। সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তানভির আহমেদ, সার্বিক পরিচালনা করেন ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ মাহমুদ।