মাজারুল ইসলাম জিয়া, শিবপুর প্রতিনিধি : কৃষক বাঁচাও,দেশ বাঁচাও” স্লোগান শীর্ষক সেমিনারে নরসিংদীর শিবপুরে উপজেলা কৃষকলীগের কার্যকরী কমিটির সভা -২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা কৃষকলীগের উদ্যোগে, উপজেলার বাজার সরকারি মার্কেটে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জামালউদ্দিন সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম মাহবুবুল হাসান মাহবুব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ডা.আশরাফ উদ্দিন, কেন্দ্রীয় কৃষকলীগ কমিটির সাবেক সদস্য সিরাজউদ্দিন মৃধা, উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ শাহিন, পৌর কৃষক লীগের আহবায়ক আব্দুস সালাম, জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রবিউল আল মামুন ও সাবেক ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম, যোশর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক, হারুন মিয়া প্রমূখ।