গোলাম রাব্বানী, নওগাঁ ব্যুরো প্রধান: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলাদেশের প্রথম স্বাস্থ্য ও সমাজকল্যাণমন্ত্রী নূরজাহান মুরশিদের ২০তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। ২০০৩ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন।
নূরজাহান ১৯৫৪ সালে ‘যুক্তফ্রন্টের’ প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ আসন থেকে প্রাদেশিক পরিষদে সদস্যপদে জয়লাভ করেন। ১৯৬৬ সালে ছয় দফা আন্দোলন ও ১৯৬৮ থেকে ১৯৬৯ সালের গণ-আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। পরে ১৯৭০ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়লাভ করেন, গুরুত্বপূর্ণ অবদান রাখেন নির্বাচন পরিচালনায়। এ ছাড়া ১৯৬৯ থেকে ১৯৭১ সাল পর্যন্ত তিনি পাকিস্তান মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
এ উপলক্ষে নূরজাহান-সারওয়ার মুরশিদ সাংস্কৃতিক কেন্দ্র, তাঁর পরিবার এবং তাঁরই আদর্শ ও অনুপ্রেরণায় গঠিত সংগঠন ব্রতী’র পক্ষ থেকে আজ ১ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার সকাল ১১ টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুস্পস্থবক অর্পণ, দোয়া ও গরিব শিশুদের মাঝে খাবার বিতরণের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। বিজ্ঞপ্তি