নিজস্ব প্রতিবেদক: নওগাঁর আত্রাইয়ে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ আগষ্ট) ১১টায় নেট্জ বাংলাদেশ এর সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্পের আত্রাই ইউনিট অফিসের আয়োজনে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা সমন্বয়কারী আবু হেনা মোহাম্মদ ফিরোজ, ইউনিট একাউন্টেন মো: আলতাফ হোসেন, এ্যাডভোকেসী এ্যাসিস্ট্যান্ড গোলাম রাব্বানী।
এসময় আরো উপস্থিত ছিলেন স্ব স্ব ইউনিয়নের ফিল্ড ফ্যাসিলিটেটর নজরুল ইসলাম, জমির উদ্দীন, সুরেশ চন্দ রবিদাস, জোহন পাউরিয়াসহ কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ।
ডাসকো ফাউন্ডেশন পরিবেশ প্রকল্পের আত্রাই উপজেলা সমন্বয়কারী আবু হেনা মোহাম্মদ ফিরোজ বলেন, গাছ কার্বন ডাই অক্সাইড শ্বাস নেয় এবং বিশুদ্ধ এবং তাজা অক্সিজেন ত্যাগ করে যা আমরা মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন। আমাদের পরিবেশ পরিষ্কার রাখতে গাছ অন্যান্য ক্ষতিকারক গ্যাসও শোষণ করে। এ কারণেই বেশি সংখ্যক গাছ আছে এমন এলাকায় দূষণ কম হয়। আমাদের পরিবেশকে শুদ্ধ ও পরিচ্ছন্ন করতে গাছ লাগাতে হবে। তাই আমরা বিগত দিনগুলোতে যেমন গাছ লাগিয়েছি তেমনি আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।