মোঃ লোকমান হোসেন পনির, কালীগঞ্জ ( গাজীপুর) প্রতিনিধি : কালীগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে ব্যুরো বাংলাদেশ, জামালপুর শাখার আয়োজনে প্রান্তীক জনগোষ্টির জন্য বাংলাদেশ ব্যাংক এর মাধ্যমে প্রধানমন্ত্রীর ঘোষিত প্রনোদনা ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শীবলি সাদিক।
আজ রবিবার বিকেলে কালীগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি ১৫ জন প্রান্তিক জনগোষ্ঠীকে নগদ ৫০ হাজার ও ৭৫ হা জার টাকা করে বরাদ্ধকৃত প্রণোদনার ঋণ সর্বমোট মোট ১০ লাখ টাকা প্রদান করেন। বুরো বাংলাদেশ ভাওয়াল জামালপুর শাখা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুরো বাংলাদেশ গাজীপুর অঞ্চলের আঞ্চলিক ব্যাবস্থাপক মো. রফিকুল ইসলাম, কালীগঞ্জ এলাকায় এলাকা ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান, ভাওয়াল জামালপুর শাখার ব্যবস্থাপক মো. আব্দুল হালিমসহ কালীগঞ্জে ব্যুরো কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।