তপন চন্দ্র শীল, বিশেষ প্রতিনিধি: ব্রাহ্মনবাড়িয়া -২ ( সরাইল -আশুগঞ্জ) এর সাবেক সংসদ সদস্য জনাব এডভোকেট জিয়াউল হক মৃধা তার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগন জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।
তিনি বলেন, হযরত ইব্রাহীম (আঃ) এবং হযরত ইসমাইল (আঃ) এর আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ মহান আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এর প্রেক্ষিতে যে ইতিহাস সৃষ্টি হয়েছে ত্যাগের মহিমায় উজ্জ্বল সেই ইতিহাস। সেই ত্যাগকে স্মরণ করার জন্যই আমরা মূলত কোরবানি দিয়ে থাকি। আমরা কোরবানি দেই পশু এবং গরু, মহিষ,ছাগল, ভেড়া ইত্যাদি।
প্রকৃতপক্ষে এই কোরবানি আমাদের রিপু গুলোকে কোরবানি দেওয়াই হলো উদ্দেশ্য। আল্লাহ পাক কোরানে বলেন, তোমাদের কোরবানির হাড়, মাংস চামড়া কোন কিছুই আমার কাছে পৌছে না। পৌঁছে তোমাদের তাকওয়া। আর এই তাকওয়াই হলো কোরবানির বৈশিষ্ট্য। এক কথায় মহান স্রষ্ঠার প্রতি সার্বভৌম শক্তির প্রতিপূর্ণ আত্মসমর্পণ। আত্মীয় স্বজন পুত্র কন্যা সবকিছুকে তুচ্ছ করে আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য প্রিয় পাত্র কোরবানি করার যে বিরল দৃষ্টান্ত হযরত ইব্রাহীম( আঃ) স্থাপন করেছিলেন তাহার স্মরণে আমরা প্রতিবছর ঈদুল আজহায় কোরবানি দিয়ে থাকি। কোরবানি উপলক্ষে ঈদুল আজাহা উপলক্ষে আমার নির্বাচনী এলাকা (সরাইল আশুগঞ্জ) মেঘনা তিতাস বিধৌত আমার নির্বাচনী এলাকা জাতি বর্ণ নির্বিশেষে সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।
এবং সাথে সাথে আমি প্রত্যাশা করি একটি সুন্দর বাংলাদেশ। আর প্রত্যাশা করি যুদ্ধমুক্ত, সন্ত্রাসমুক্ত, জঙ্গিমুক্ত একটি শান্তির পৃথিবী।
ঈদুল আজহা উপলক্ষে মহান রাব্বুল আল্লাহর কাছে এই আমার প্রার্থনা।