মোঃ লোকমান হোসেন পনির, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসন কালীগঞ্জ বাজার মনিটরিং করেন। এসময় বিভিন্ন অব্যবস্থাপনা এবং আইন অমান্য করার কারণে কালীগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
সোমবার (২৬ই জুন) দুপুরে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলা প্রশাসন কালীগঞ্জ বাজার মনিটরিং করেন। এসময় বাজারের বিভিন্ন অব্যবস্থাপনা এবং আইন অমান্য করার কারণে কালীগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. আজিজুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া।
এসময় বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন ২০১৪ অনুযায়ী কালীগঞ্জ বাজার বাসষ্ট্যান্ড এলাকার হাজীর বিরিয়ানী, রাজধানী, আল-আমিন, নান্না বিরিয়ানী, হোটেল সেবা ও কুমিল্লা মিষ্টান্ন ভান্ডারসহ মোট ৬টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ১টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত সর্বমোট ৭টি মামলায় নগদ ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।