ঢাকাবৃহস্পতিবার , ২৫ মে ২০২৩
  1. অপরাধ সংবাদ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ নিউজ
  13. ঢাকা বিশ্ববিদ্যালয়
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নিজের বুকে গুলি করে পুলিশ সদস্যের আত্মহত্যা

Link Copied!

শমিত জামান, বিশেষ প্রতিনিধি: রাজধানীতে নিজের বুকে গুলি করে আশ্ররাফুজ্জামান রনি (২২) নামে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২৫ মে) সকালে বনানীতে থেকে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রনির বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলার চন্দ্রপাড়া গ্রামে। ২০২০ সালে তিনি চাকরিতে যোগ দেন। তার কং/৩৪৫৮৪, পুলিশ আইডি নম্বর- বিপি -০১২০২২৯২৬২। তিনি অর্ডার ম্যানেজমেন্ট দক্ষিণ বিভাগের এসটিএফ কোম্পানিতে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে রাজধানীর বনানীর ১১ রোড়ে স্থাপিত চেকপোস্ট -১১ এর ওয়াশরুমে রনি নিজের পিস্তল দিয়ে নিজের বুকে গুলি করে আত্মহত্যা করে।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) মুন্তাহারুল ইসলাম জানান, রনি চেকপোস্টের বাথরুমে যাওয়ার পর অন্যরা ভেতর থেকে গুলির শব্দ শুনতে পান। পরে দরজা খুলে তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, রনি নিজের ইস্যুকৃত পিস্তল দিয়ে নিজের বুকে গুলি করে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়াও বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।