ঢাকাবুধবার , ২৪ মে ২০২৩
  1. অপরাধ সংবাদ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ নিউজ
  13. ঢাকা বিশ্ববিদ্যালয়
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

সামাজিক যোগাযোগ মাধ্যমে খারাপ কিছু দেখে ভাল চিন্তা করতে শিখুন

শমিত জামান, বিশেষ প্রতিনিধি:-
মে ২৪, ২০২৩ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

শমিত জামান, বিশেষ প্রতিনিধি:- ঘটনা সামান্য একজন নায়িকা তার ভালো মানুসি প্রদশর্ন করতে গিয়ে পথ কিশোর কে জড়িয়ে ধরতে দেয় । কিন্তু ছেলেটি নায়িকার গালে চুমু খায় ।

এটা কে নিয়ে পুরো দেশ বাসী ট্রোল করা শুরু করে । আচ্ছা আপনি বলেন তো ওই ছেলেটাকে দূর দূর ব্যবহার করলে ওই ক্যামেরার সামনে আপনারাই তাকে অহংকারী তকমা দিয়ে ওর ক্যারীয়ার নষ্ট করে দিতেন কিনা ।আর সে সহজ ভাবে ছেলেটার সাথে মিশাতে ছেলেটি তার নোংরামি প্রদশর্ন করে চুমু খায় , এতেই আপনাদের প্রচুর ট্রোল করার সুযোগ হয় ।

বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচেই এমন বদমাইশ কিশোর বেলা থেকেই মেয়েদের এ্যাবিউস করে । এদেরকে বিশ্বাস করলে এভাবেই প্রতারিত হতে হয় ।

আমি একটা দশ বছরের নীচের শিশু ফুটবল ক্লাবে খেলা দেখতে গিয়েছিলাম । ওদের অনুপ্রানিত করতে সবাইকে এক গাড়ী আইসক্রিম উপহার হিসেবে দিয়ে ওদের উল্লাস দেখছিলাম । সেদিন ওরা টুর্নামেন্ট জিতে , কাপ টা নিয়ে উল্লাস করতে থাকে । আমাকে ওরা সবাই অনেক রিকোয়েস্ট করে ভীরে সেলফি নিতে । আমিও ওদের সবার সাথে সেল্ফি নিচ্ছিলাম । পিছন থেকে কোন একটা বাচ্চা আমার পিঠি হাত বুলিয়ে দেখছিলো আমি টের পেলাম । ঘুরে দাঁড়াতেই আমি দেখলাম ওই ৮ বছরের বাচ্চাটি ভীরে হারিয়ে গেলো ।

সেদিন শিক্ষা হয়েছিল , শিশু কিংবা কিশোর সবাই আল্লাহর ফেরাস্তা হয় না । এদের মধ্যে শয়তানের বীজ বাস করে । তাদের অনুভূতি ও নোংরামি তার পারিবারিক শিক্ষায় অনেকটা ডিপেন্ড করে । অনেক কিশোর অপরাধী তাই তো কোন মেয়ে শিশুকে রেপ করে ফেলে ।

অথচ প্রিয় দেশবাসী কি জঘন্য নোংরা ভাবে ট্রোল করছে এই বিষয়টি নিয়ে । তারা আরো শিশু কিশোরদের উৎসাহিত করছে এই ধরনের জঘন্য এ্যাবিউস করা ব্যাপারটা নিয়ে ।

আজ যদি আপনি অন্যায়কে প্রশ্রয় দিয়ে ট্রোল করে মজা নেন , ভবিষ্যৎ কর্মা হিসেবে আপনার ছেলে সন্তান এই ভাবেই কোন নারীকে অপমান করার সুযোগ পাবে ।সোশ্যাল মিডিয়া থেকে খারাপ কিছু দেখে ভালো কিছু চিন্তা করা শিখুন ।ট্রোল করা নয় ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।