গাজীপুরজেলার কড্ডা, সাকাশ্বর, ভাওয়াল মির্জাপুর, চাবাগান, বরইবাড়ি, কালিয়াকৈরের তুরাগ নদীতে প্রতিদিন নৌকা ভ্রমনের বিনোদনের নামে চলে অসামাজিক মাদকসেবনও বিক্রি, ভাড়া করা মেয়ে দিয়ে চলছে অশ্লীল নাচ, দেহ ব্যবসা সহ অনেক অসামাজিক কাজ,
এতটাই অশ্লীল পর্যায়ে চল গেছে যে নৌকার দিকে
তাকাতেও লজ্বা লাগে, পিকনিকের নৌকায় ৪-৫ জন অশ্লীল পোষাক পড়া মেয়ে নিয়ে ফুর্তি করে, এতে নষ্ট হচ্ছে ছাত্র ও যুবসমাজ, নষ্ট হচ্ছে নদী এলাকার পরিবেশ।
সারাদিনে প্রায় ১৫/২০ নৌকা দিয়ে চলে এই অসামাজিক কাজ।নদীর আশেপাশের প্রতক্ষ্যদর্শী লোকজনের সাথে কথা বলে জানা গেছে উচ্চশব্দে গান বাজায়ি আতসবাজি ফোটানো সহ অশ্লীল পোশাক পরা মেয়েদের নিয়ে চলছে এমন অসামাজিকতা।
এতে করে সামাজিক অবক্ষয় হচ্ছে মানুষের মাঝে লজ্জার ব্যাপার হয়ে দাড়িয়েছে এমন বিনোদন সাংস্কৃতি।বিনোদন করবে সমস্যা নেই তবে সামাজিক ভাবে করুক। তাই নদীর আশেপাশে বসবাসরত জনসাধারন গাজিপুর জেলার প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।