ঢাকামঙ্গলবার , ৯ মে ২০২৩
  1. অপরাধ সংবাদ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ নিউজ
  13. ঢাকা বিশ্ববিদ্যালয়
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জবির চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি কামরুল, সম্পাদক অনিন্দিতা

Link Copied!

মেহেরাবুল ইসলাম সৌদিপ,জবি প্রতিনিধি:-জবির চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ পরিষদের দায়িত্বে কামরুল-অনিন্দিতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত চট্টগ্রাম জেলার শিক্ষার্থীদের সংগঠন চট্রগ্রাম জেলা ছাত্র কল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী কামরুল হাসান এবং সাধারণ সম্পাদক একই ব্যাচের সংগীত বিভাগের শিক্ষার্থী অনিন্দিতা পাল।

সোমবার (৮ই মে) রাতে চট্টগ্রাম জেলা ছাত্র কল্যাণ পরিষদের সাবেক কমিটির সভাপতি ফেরদৌস আলম ফারহান ও সাধারণ সম্পাদক সেতু নাথের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য ১৫৫ জন সদস্যের এই পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে অন্যান্য সদস্যদের মধ্যে সিনিয়র সহ সভাপতি প্রিতম দাশ শান্ত, সাংগঠনিক সম্পাদক আলিমুল রাজিব ও ইসনাঈন জান্নাত ইশা, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দীন, প্রচার সম্পাদক মঈন উদ্দীন হাসান, অর্থ সম্পাদক মোহাম্মদ ইমন আহমেদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আবরার হাবিব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইরফানুল হক অন্তর, ছাত্রী বিষয়ক সম্পাদক রিমা আক্তার, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আল মাহমুদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন, আইন বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ, শিক্ষা বিষয়ক সম্পাদক জাহিদুর রহমান, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফুল, ধর্ম বিষয়ক সম্পাদক আকিদুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহেদুল ইসলাম রয়েছেন।

এ ব্যাপারে নবনির্বাচিত সাধারণ সম্পাদক অনিন্দিতা পাল বলেন, জবিয়ান ভাই-বোনদের জন্যে দৃঢ়ভাবে কাজ করার সুযোগ দেয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা। সাংগঠনিক শৃঙ্খলা, গতিশীলতা এবং সুষ্ঠুভাবে সংগঠন পরিচালনার জন্য সবার সহযোগিতা আশা করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।