নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের গভর্নিংবডির সভাপতি ফারজানা নজরুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম।
এসময় আরো বক্তব্য রাখেন, সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের গভর্নিংবডির সদস্য সাখাওয়াত হোসেন মোল্লা, সদস্য মোজাম্মেল হক, সদস্য জাকির হোসেন, সদস্য দিপক কুমার সাহা, সদস্য ছাদিকা আক্তার, রেক্টর নূর হোসেন ভূইয়া, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেব প্রসাদ সাহা প্রমুখ।
এসময় প্রধান অতিথি কাজী আশরাফুল আজীম পিপিএম শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে দেন। শিক্ষার্থীদেরকে পড়াশুনায় মনোযোগী হয়ে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠার আহবান জানান প্রধান অতিথি। বিদায় শিক্ষার্থীরা উজ্জ্বল করবে শিক্ষকদের শ্রম; পূর্ণ করবে মা-বাবার স্বপ্ন এ প্রত্যাশা ব্যক্ত করেন পুলিশ সুপার।
পরবর্তীতে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ সামগ্রী তুলে দেন পুলিশ সুপার ও অতিথিবৃন্দরা।