মাজারুল ইসলাম জিয়া,শিবপুরঃ-গল্প লেখা যেন নেশা,আর নেশা থেকেই তৈরি হয়েছে পেশা। ইসলামিক, শিক্ষামূলক ও বিনোদনমূলক ভিডিও নির্মাণ করে থাকে হাসান মাহমুদ বাবু। ১৭ বছর বয়স থেকেই শুরু করেন লেখালেখি নিজেকে তৈরি করেছেন গল্প লেখক ও ভিডিও নির্মাতা। তার বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলার মধ্য কারারচর গ্রামে। তিনি ২০১৯ সালে ইউটিউবে কাজ শুরু করেন। ধীরে ধীরে তার সকল বন্ধুবান্ধব নিয়ে একটি টিম তৈরি করে করেন “ইসলামিক টিউন ফ্যামিলি” নামে ইউটিউব চ্যানেলে এর পাশাপাশি তার আরও একটি ব্যক্তিগত ইউটিউব চ্যানেল আছে হাসান মাহমুদ বাবু নামে
বর্তমানে তার টিমে অভিনয় করেছেন ফারহান হাসান রাকিব, রুহুল আমিন, নিলয় আহমেদ, নাইমুল ইসলাম, মোরশেদ হাসান, ইয়াছিন আরাফাত, আরিফুল ইসলাম, ইসরাফিল সরকার ও নাঈম আহমেদ।
তার কিছু সেরা গল্প যা দর্শকদের মুগ্ধ করে যেমন, বন্ধুত্ব ( বন্ধু সমাজে কতটা আপন এবং কতটা ক্ষতিকর), সুদখোর হাজী সুলিমুল্লাহ (সুদ সমাজে কতটা ক্ষতিকর ও ভয়ংকর),কালো মানুষ ( কালো বলে সমাজে কোন মূল্য নেই)
হাসান মাহমুদ বাবু বলেন, সমাজে বেশ কিছু ইউটিউবার অশ্লীলতা কুরুচিপূর্ণ ভাবে ভিডিও নির্মাণ করে কিন্তু আমার চিন্তা ভাবনা অন্যরকম আমি চাই মানুষ যাতে পরিবারকে নিয়ে একসাথে ভিডিও দেখে আনন্দ উপভোগ করতে পারে। সমাজের জন্য কিছু শিখাতে পারি তাই ইসলামিক ও সামাজিক ভিডিও তৈরি করি।