নিজস্ব প্রতিনিধিঃ ঈদের যাত্রার আগেই ঘটে গেল কুমিল্লার নাঙ্গলকোটে সোনার বাংলা এক্সপ্রেসের দুর্ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে চার জনকে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ রেলওয়ে।
সোমবার (১৭ এপ্রিল) কর্মকর্তা বরখাস্ত এর বিষয়টি নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
শরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনায় জন্য ট্রেনের গার্ড আব্দুল কাদের (চট্টগ্রাম ডিভিশন), হাসানপুর স্টেশনের মেইনটেইনার সিগন্যাল ওয়াহিদ, লোকো মাস্টার মো. জসিম উদ্দিন (ঢাকা হেডকোয়ার্টার), সহকারী লোক মাস্টার মো. মহসিনকে (ঢাকা হেডকোয়ার্টার) সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তদন্ত কমিটি তাদের কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানান শরিফুল ইসলাম।
এদিকে, সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনা তদন্তে ডিটিও (চট্টগ্রাম) তারেক মোহম্মদ ইমরানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টার দিকে কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর রেল স্টেশনে থেমে থাকা মালবাহী একটি ট্রেনকে ধাক্কা দেয় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন। এতে সোনার বাংলা ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি দুমড়ে মুচড়ে লাইন থেকে ছিটকে যায়। এ দুর্ঘটনায় ৪০ জনের মতো আহত হন।