মাজারুল ইসলাম জিয়া,শিবপুর প্রতিনিধি: নরসিংদী জেলা আওয়ামীলীগ এর সাবেক সাধারণ সম্পাদক ও নরসিংদী -৩ শিবপুরের বার বার নৌকা প্রতীক পাওয়া শিবপুরের কৃতি সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বীরমুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব মাহবুবুর রহমান ভূইয়ার ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের নিজ বাড়ি সৈয়দ নগরে মাহবুর রহমান ভূঁইয়া পরিবার বর্গের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (১৩ এপ্রিল)।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামীলীগ এর সংগ্রামী সভাপতি, তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রিয় ব্যক্তি জনাব জিএম তালেব হোসেন, বিশেষ অতিথি সিনিয়র সহ-সভাপতি, আবেদ হোসেন, মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন পীরজাদা কাজী মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক নরসিংদী জেলা আওয়ামী লীগ।
আঃ মতিন ভুইয়া, সাবেক সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ, শিবপুর উপজেলা আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি মহসীন নাজির, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, অধ্যাপক ফজলুর রহমান, নরসিংদী পৌরসভার মেয়র আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল।
জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য, ফরহাদ আলম ভুইয়া, শ্রমবিষয়ক সম্পাদক, শহিদুল আলম সরকার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসী ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী। দোয়া মাহফিল এর সভাপতিত্ব করেন মরহুমের উওরসুরী, পুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার
হাসান উল ছানি এলিছ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাহবুবুর রহমান ভুঁইয়ার আরেক উত্তরসূরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জনাব মাহমুদুল কবির সাহিদ। উপস্থিত ছিলেন জনাব খোকন ভূইয়া, সভাপতি, শিবপুর পৌরসভা আওয়ামী লীগ, সাধারণ সম্পাদক, ফারুক খান।
উপস্থিত ছিলেন, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ পুটিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।