ঢাকাবৃহস্পতিবার , ৩০ মার্চ ২০২৩
  1. অপরাধ সংবাদ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ নিউজ
  13. ঢাকা বিশ্ববিদ্যালয়
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জবিতে আবৃত্তি প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিদুয়ান ইসলাম, জবি সংবাদদাতা:
মার্চ ৩০, ২০২৩ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

রিদুয়ান ইসলাম, জবি সংবাদদাতা: মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৩ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী নিয়ে দেশাত্মবোধক কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের একটি কক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ।

‘উচ্চারণে খুলি মগজের দুয়ার’- এই স্লোগানকে সামনে নিয়ে ২০০৮ সাল থেকে দুর্বার গতিতে এগিয়ে চলছে এই সংগঠনটি। প্রতিবারের মতো এবারো স্বাধীনতা দিবসে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় উদ্বোধক ও প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলির সদস্য ও খ্যাতিমান আবৃত্তিকার রেজিনা ওয়ালী লীনা।

বিচারক হিসেবে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের ব্যবস্থাপনা উপদেষ্টা মুহাম্মদ কামরুল ইসলাম এবং সংগঠনটির শিক্ষা ও প্রশিক্ষণ উপদেষ্টা কে এম সুজাউদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে রেজিনা ওয়ালী লীনা বলেন, ‘কন্ঠের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির জয়গান গাইতে হবে। আগামীর প্রজন্মের কন্ঠস্বরে জড়তার মুক্তি পাবে। সবাইকে একসাথে কাজ করতে হবে।’

প্রতিযোগিতা শেষে ইফতার অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের সকল সাংস্কৃতিক, সাংবাদিক ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।