রিদুয়ান ইসলাম, জবি সংবাদদাতা: মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৩ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী নিয়ে দেশাত্মবোধক কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের একটি কক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ।
‘উচ্চারণে খুলি মগজের দুয়ার’- এই স্লোগানকে সামনে নিয়ে ২০০৮ সাল থেকে দুর্বার গতিতে এগিয়ে চলছে এই সংগঠনটি। প্রতিবারের মতো এবারো স্বাধীনতা দিবসে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় উদ্বোধক ও প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলির সদস্য ও খ্যাতিমান আবৃত্তিকার রেজিনা ওয়ালী লীনা।
বিচারক হিসেবে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের ব্যবস্থাপনা উপদেষ্টা মুহাম্মদ কামরুল ইসলাম এবং সংগঠনটির শিক্ষা ও প্রশিক্ষণ উপদেষ্টা কে এম সুজাউদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে রেজিনা ওয়ালী লীনা বলেন, ‘কন্ঠের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির জয়গান গাইতে হবে। আগামীর প্রজন্মের কন্ঠস্বরে জড়তার মুক্তি পাবে। সবাইকে একসাথে কাজ করতে হবে।’
প্রতিযোগিতা শেষে ইফতার অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের সকল সাংস্কৃতিক, সাংবাদিক ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।