ঢাকামঙ্গলবার , ২৮ মার্চ ২০২৩
  1. অপরাধ সংবাদ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ নিউজ
  13. ঢাকা বিশ্ববিদ্যালয়
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

হয়তো হিরো আলমকে মেরে ফেলেন, নয়তো থামানো যাবেনা

বিনোদন প্রতিবেদকঃ
মার্চ ২৮, ২০২৩ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন প্রতিবেদকঃ বাংলাদেশের বিনোদন অঙ্গন কম গোলাটে হচ্ছেনা হিরো আলমকে নিয়ে। একটা শেষ না হতেই আরেকটা শুরু হয়। এবার দেশ বরেণ্য নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ এর কথার জবাবে হিরো আলম এসব কথা বলেন।

রুচির দুর্ভিক্ষের কারণে সমাজে হিরো আলমের উত্থান বলে মন্তব্য করেছেন মামুনুর রশীদ। এই মন্তব্যের বিপরীতেই এই অভিনেতাকে উদ্দেশ্য করে হিরো আলম বলেছেন, ‘আমাকে তৈরি করে দেখান। আর বার বার যদি হিরো আলমকে নিয়ে আপনাদের রুচিতে বাধে তাহলে হিরো আলমকে মেরে ফেলেন।’ নয়তো হিরো আলমকে কখোনই থামানো যাবেনা। কেননা আমি আলম থেকে আজ হিরো আলম হয়েছি।

হিরো আলম সম্পর্কে আগে খুব একটা জানতেন না বলে জানিয়েছেন মামুনুর রশীদ। নাট্যাঙ্গনের কয়েকজনের থেকে হিরো আলমের কর্মকাণ্ড সম্পর্ক অবহিত হোন। এরপর থেকেই হিরো আলমকে নিয়ে বিরক্ত ছিলেন বলে মন্তব্য করেছেন নাট্যজন মামুনুর রশীদ।

অভিনেতার এমন কথার রেশ ধরে হিরো আলম বলেন, ’আমি নিজ যোগ্যতায়, নিজে পরিশ্রম করে আজ আলম থেকে হিরো আলম। আমাকে নিয়ে যাদের রুচি হয় না, সেই রুচিবান লোকরা হিরো আলমকে তৈরি করেননি। এইজন্য রুচিবানরা বাংলাদেশ রুচি আনতে চাইলে হিরো আলমকে মেরে ফেলে দেন।’

আলম বলেন, ‘আপনাদের টাকা আছে, শ্রম আছে, অনেক কিছুই আছে কিন্তু আপনারা হিরো আলমকে তৈরি করবেন না। তৈরি করতে পারবেনও না।’

মামুনুর রশীদের প্রতি আহ্বান জানিয়ে হিরো আলম বলেন, ‘মামুনুর রশিদ স্যার, আসুন আমাকে তৈরি করুন। আমাকে তৈরি করতে এলে বাংলাদেশের বড় বড় লোক যারা আছে তারা সবাই আপনাকে ধুয়ে দেবে। যে মামুনুর রশিদের মত লোক হিরো আলমকে নিয়ে নাটক বানাচ্ছে, সিনেমা বানাচ্ছে, এমন হলে আমাকে তৈরি করবে কে? রুচির পরিবর্তন কোন জায়গা থেকে হবে?’

‘রুচিবান লোক বাংলাদেশে কোনোদিনও হবে না। কারণ যারা রুচিবান লোক তারা রুচিদার লোক তৈরি করবে না। আপনারা তেলওয়ালা মাথায় তেল দেবেন, যাদের টাকা আছে তাদের দাম দেবেন। যাদের চেহারা সুন্দর তাদেরই মূল্য দেবেন-’ যোগ করেন হিরো আলম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।