স্পোর্টস ডেস্কঃ টসে জিতে আইরিশরা প্রথমে ফিলিন্ডিং এর শিদ্ধান্ত নেয়। এদিকে ব্যাটিংয়ে রনি তালুকদার এবং বোলিংয়ে তাসকিন এর আগ্রাশনি তান্ডবে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশের ২২ রানের জয়।
একদিনের ওডিআই ম্যাচের পরে টি২০ এর প্রথম ম্যাচেও বাংলাদেশের বড় জয়। বৃষ্টিতে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৮ ওভারে। তাতে আইরিশদের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১০৪ রান। এই লক্ষ্য তাড়ায় উড়ন্ত সূচনা পায় সফরকারীরা। নাসুম এর প্রথম ওভারেই নেয় ১৮ রান। তবে এই দৌড় টিকেনি বেশিক্ষণ ইনিংশের ২য় ওভারের ৪র্থ বলে তোলে নেন প্রথম উইকেট এর পর শুরু হয় তাসকিনের আগ্রাশনী বোলিং।
চতুর্থ ওভারে আক্রমণে এসে এক ওভারে তিন উইকেট তুলে ম্যাচের লাগাম টেনে ধরেন তাসকিন। এরপর চেষ্টা করলেও আর ম্যাচে ফিরতে পারেনি আইরিশরা।
ফলে সোমবারের (২৭ মার্চ) ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২২ রানের জয়ে টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।
শুরুতে লিটন-রনিদের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে বৃষ্টি বাধার আগে ১৯ দশমিক ২ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২০৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। টি-টোয়েন্টি ক্রিকেটে যা বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ।
জবাবে ব্যাট করতে নেমে নাসুম আহমেদ আর মোস্তাফিজুর রহমানের প্রথম দুই ওভারে ৩২ রান তুলে নেয় আয়ারল্যান্ড। বাংলাদেশ পড়ে গিয়েছিল ভীষণ চাপে।
তৃতীয় ওভারে হাসান মাহমুদের হাতে বল তুলে দেন অধিনায়ক সাকিব আল হাসান। ২৩ বছর বয়সী পেসার আরও একবার দেখিয়েছেন, তার ক্রিকেট মস্তিষ্ক এখনই কতটা পরিণত।
প্রথম তিন বলে স্লোয়ার আর বৈচিত্র্যে আইরিশ ব্যাটার রস অ্যাডায়ারকে পরাস্ত করেন। টানা তিন ডটের পর চতুর্থ বলে করে দেন বোল্ড। ৩২ রানে প্রথম উইকেট হারায় আইরিশরা। ওই ওভারে হাসান মাহমুদ দেন ৫ রান।
চতুর্থ ওভারে তাসকিন ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে বাংলাদেশকে ভালোভাবে ফেরান। অধিনায়ক স্টারলিংসহ দুই ব্যাটারকে বোল্ড, একজনকে ক্যাচ বানান ডানহাতি এই পেসার।
পঞ্চম ওভারে হাসান মাহমুদকে ৩ বাউন্ডারিসহ ১৬ রান তুলে নিয়ে ফের উত্তেজনা তৈরি করে আয়ারল্যান্ড। কিন্তু ষষ্ঠ ওভারে সাকিব করেন দুর্দান্ত বোলিং। চার ডট দিয়ে ওভারে মাত্র ৫ রান খরচ করেন টাইগার অধিনায়ক।
এরপর আর আইরিশরা রান তাড়ায় ছুটতে পারেনি। ৫ উইকেটে ৮১ রানেই থামতে হয় তাদের। তাসকিন ২ ওভারে ১৬ রান খরচায় একাই নেন ৪টি উইকেট। এর আগের ২৫ রান দিয়ে ৪ উইকেট নেওয়ার নজির রয়েছে আরও একবার। ম্যাচ সেরা রনি তালুকদার।