ঢাকাবৃহস্পতিবার , ২৩ মার্চ ২০২৩
  1. অপরাধ সংবাদ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ নিউজ
  13. ঢাকা বিশ্ববিদ্যালয়
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

টাইগারদের বোলিং তোপে দিশেহারা আইরিশরা

ক্রিড়া প্রতিবেদকঃ
মার্চ ২৩, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ক্রিড়া প্রতিবেদকঃ টসে হেরে তামিমের বাংলাদেশ দলকে ফিল্ডিংয়ে পাঠায় আইরিশরা। কিন্তু ব্যাটিং নেমে বাংলাদেশ টাইগারদের বোলিং তোপে মাঠে দাড়াতেই পারছে না আইরিশরা। প্রথম ওভারে ৩ রান দিয়ে শুরু। দ্বিতীয় ওভার মেডেন। তৃতীয় ওভারের প্রথম বলে চার হজম করেন স্টিফেন ডোহনির কাছে। এক বল ডট দিয়ে হাসান মাহমুদ যেন প্রতিশোধ নিলেন। আউটসাইড অফের লেন্থ বল খোঁচা দিয়ে বসেন ডোহনি। উইকেটের পেছনে ক্যাচ ধরতে ভুল করেননি মুশফিক।

নির্ধারিত সময়ের আধঘণ্টা পর হওয়া টসে হেরেছে বাংলাদেশ। আয়ারল্যান্ড টস জিতে ব্যাটিং নিয়েছে। বাংলাদেশ ফিল্ডিং করবে। একাদশে এক পরিবর্তন এসেছে। ইয়াসির আলী চৌধুরী রাব্বির পরিবর্তে খেলবেন মেহেদি হাসান মিরাজ। ২.৩০ মিনিটে খেলা শুরু হবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ১৩.২ ওভারে  ৪ উইকেট হাড়িয়ে ৪২ রান। হাসান মাহমুদ ৬ ওভার করে এক মেডেন দিয়ে ২৩ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। অপরদিকে তাসকিন ৫ ওভার করে ১১ রান দিয়ে নিয়েছেন ১টি উইকেট।

একাদশে যারা, তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী ও নাসুম আহমেদ।

সিরিজ শুরুর আগের দিন ফুটবল খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন মেহেদি হাসান মিরাজ। দুই ম্যাচ পর ফেরেন তিনি। জায়গা হারানো ইয়াসির আলী দুই ম্যাচে করেন ১৭ ও ৭ রান। দুটি ম্যাচেই নেমেছেন ইনিংসের শেষে, প্রথম ম্যাচে ১০ বলে এই রান করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।