ক্রিড়া প্রতিবেদক: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৩৩৮ রান তুলে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে বাংলাদেশ।
সেই রেকর্ড ভাঙতে সময় লাগল মোটে ৪৮ ঘণ্টা। সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্বাগতিকরা তুলেছে ৩৪৯ রান। দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করেছেন মুশফিকুর রহিম। মাত্র ৬০ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। এটি ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের কোন ব্যাটসম্যানের দ্রুততম সেঞ্চুরি।
টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো ছিল না। পাওয়ারপ্লেতে মাত্র ৪২ রান তোলে। তামিম ইকবাল ২৩ রানে রান আউটের শিকার হয়ে ফেরেন। দ্বিতীয় উইকেট জুটিতে নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে ৯৬ বলে ১০১ রানের জুটি গড়েন লিটন দাস। এই জুটিতে মূলত ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। লিটন দাস ৭১ বলে ৭০ রান করে ফিরলে ভাঙে এই জুটি। এই ম্যাচে ওয়ানডেতে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন লিটন দাস।
লিটন ফিরে গেলেও অবিচল ছিলেন শান্ত। এ সময় বাঁ-হাতি এই ব্যাটার আইরিশ বোলারদের নিয়েছেন কঠিন পরীক্ষা। অবশ্য গেল ম্যাচের সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিব আল হাসান এদিন বড় ইনিংস খেলতে পারেননি। শুরু থেকে মারমুখী ভঙ্গিতে খেললেও সাকিব মাত্র ১৭ রান করে আউট হয়ে যান। তবে অন্যপ্রান্তে থাকা শান্ত তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় অর্ধশতক।
কিন্তু ২ ওভারের ব্যবধানে সাকিব আল হাসান ও শান্তকে হারায় বাংলাদেশ। দুজনকেই তুলে নেন গ্রাহম হিউম। ১৯ বলে ১৭ রান করে টেক্টরকে ক্যাচ দেন সাকিব। আর ৭৭ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৭৩ করে উইকেটরক্ষক লর্কান টাকারের ক্যাচে পরিণত হন শান্ত।
মুশফিকুর রহিমের ঝড়ো হাফসেঞ্চুরির পর দলীয় ৩০০ পার করেছে বাংলাদেশ। পঞ্চম উইকেট জুটিতে তাওহিদ হৃদয়ের সঙ্গে ৭৮ বলে ১২৮ রানের জুটি গড়েন তিনি। বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রানের মাইলফলক গড়েন মুশফিক। হৃদয় অ্যাডায়ারের বলে দারুণ ইনিংস খেলে ফিরলেও এক রানের জন্য ফিফটি করতে পারেননি। ৩৪ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৪৯ করে বিদায় নেন অভিষেকে ম্যাচ সেরা হওয়া এই ব্যাটার।
শেষ দিকে ইয়াসির আলী হিউমের তৃতীয় শিকার হয়ে ব্যক্তিগত ৭ রানে ফেরেন। তবে অবিচল থাকেন মুশফিক। ইনিংসের একেবারে শেষ বলে নবম সেঞ্চুরির দেখা পান তিনি। ১৪টি চার ও ২টি ছক্কায় ৬০ বলে ঠিক ১০০ রানে অপরাজিত থাকেন তিনি।
আইরিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট পান গ্রাহাম হিউম। একটি করে উইকেট দখল করেন অ্যাডায়ার ও ক্যাম্ফার।