মাজারুল ইসলাম জিয়া,প্রতিনিধি শিবপুরঃ বাংলাদেশ মানবাধিকার কমিশন শিবপুর উপজেলা শাখার বার্ষিক বনভোজন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে শনিবার (১৮) মার্চ মরজাল ওয়ান্ডার পার্ক, রায়পুরা, নরসিংদীতে।
সভাপতিত্ব করেন জনাব ইঞ্জিঃ আবু আল সিরাজী ফারুক, বিশিষ্ট ঠিকাদার তেলিয়া , ও সভাপতি শিবপুর উপজেলা মানবাধিকার কমিশন।
বনভোজনের শুরুতেই আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় শিবপুর উপজেলা শাখার মানবাধিকার কমিশন এর নিহত নেতৃবৃন্দদের আত্মার মাগফেরাত কামনায় উপস্থিত সকল সদস্য দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে শিবপুর উপজেলা শাখার সভাপতি জনাব আবু আল সিরাজী ফারুক কে সকল সদস্য ফুল দিয়ে বরণ করেন।
বনভোজন আকর্ষণীয় ও প্রাণবন্ত করতে সাংস্কৃতিক, কৌতুক প্রতিযোগিতা এবং রেফেল ড্রয়ের আয়োজন করা হয়। সঞ্চালনা করেন আব্দুল হান্নান মানিক, সাধারণ সম্পাদক শিবপুর উপজেলা মানবাধিকার কমিশন, উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা মানবাধিকার কমিশনের অন্যান্য নেতৃবৃন্দ সহ সকল ইউনিয়নের মানবাধিকার কমিশন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠান সকলের অংশগ্রহণে একটি মিলন মেলায় পরিণত হয়।