ঢাকাশুক্রবার , ১৭ মার্চ ২০২৩
  1. অপরাধ সংবাদ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ নিউজ
  13. ঢাকা বিশ্ববিদ্যালয়
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ওটিটিতে দেখা যাচ্ছে হাওয়া, দামাল ও বিউটি সার্কাস

বিনোদন প্রতিবেদকঃ
মার্চ ১৭, ২০২৩ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন প্রতিবেদকঃ দীর্ঘদিন পর গত বছর প্রেক্ষাগৃহে দর্শকদের ভীড় লক্ষ করা গেছে। বিশেষ করে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমাটি দর্শকের জোয়ার সৃষ্টি করেছিল প্রেক্ষাগৃহে। ব্ল্যাকে টিকিট কেটেও অনেকে হাওয়া দেখেছেন দর্শক। এছাড়া রায়হান রাফীর ‘দামাল’ ও মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’ সিনেমা দুটি। যারা এই তিনটি সিনেমা প্রেক্ষাগৃহে দেখতে পারেন নি তাদের জন্য রয়েছে সুখবর। বৃহস্পতিবার থেকে দেশের নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘আই স্ক্রিন’ এর পর্দায় দেখা যাচ্ছে সিনেমা তিনটি। এই তিন সিনেমা দিয়েই যাত্রা শুরু করেছে ওটিটি প্ল্যাটফর্মটি।
বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দেশের সব মাধ্যমের তারকা শিল্পী, নির্মাতা, কলাকুশলী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ ‘গালা ইভিনিং’-এর মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ওটিটি প্ল্যাটফরমটি।
অনুষ্ঠানের শুরুতে আইস্ক্রিন সম্পর্কে প্রাথমিক তথ্য তুলে ধরেন এর প্রকল্প পরিচালক ও চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ (রিয়াজ)। গালা ইভিনিংয়ের আয়োজনটিকে তিনি ‘বিনোদনের স্মার্ট দুনিয়ায় ঐতিহাসিক রাত’ বলেও উল্লেখ করেন।
অনুষ্ঠানে ‘আইস্ক্রিন’ এর স্বপ্নদ্রষ্টা ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘আইস্ক্রিনের শুরু থেকেই আমরা দর্শকের সাড়া পাচ্ছি। আমরা ৩ হাজার ঘণ্টার কন্টেন্ট দিয়ে যাত্রা শুরু করেছি। যাত্রা শুরুতে তিন হাজার ঘণ্টার কন্টেন্ট মনে হয় না আর কোনো ওটিটি প্লাটফর্ম দিতে পেরেছে। আমাদের আর্কাইভে প্রচুর কন্টেন্ট রয়েছে। হুমায়ূন আহমেদ থেকে শুরু করে আফজাল হোসেন, সবার কন্টেন্টই দর্শক পাবেন এখানে। নতুন যারা করছেন, তাদের তো পাবেনই।
আই স্ক্রিনে দর্শকের জন্য রাখা হয়েছে তিনটি প্ল্যান- এক মাস, ছয় মাস ও এক বছরের। ত্রিশ দিনের সাবস্ক্রিপশন ফি রাখা হয়েছে মাত্র ২৫ টাকা। ৬ মাস ও ১ বছরের জন্য সাবস্ক্রিপশন ফি যথাক্রমে ১২৫ ও ২২৫ টাকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।