নরসিংদী প্রতিনিধি: বাড়ির সীমানা প্রাচীর সংক্রান্ত বিরোধের জেরে নরসিংদী শিবপুরের প্রতিপক্ষের দেয়া আগুনে তিনটি দোকান ঘর পুড়ে গেছে। শুক্রবার (১৭ মার্চ) ভোরে উপজেলার পুটিয়ার ত্রিমোহনী এলাকায় ফলের দোকানে প্রতিপক্ষের দেয়া আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে।
এসময় ৩ টি দোকানে আগুন লেগে দোকানের ভিতরে থাকা খেজুর, আপেল, কমলালেবু ও পাশের দোকানের রিক্সার গ্যারেজের প্রায় ১০-১২ টি রিক্সা, ব্যাটারি পুড়ে যায়। এর পাশে থাকা ফিস ফিডের গোডাউনও পুড়ে যায়। পরে, শিবপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
জানা যায়, শিবপুরে ত্রিমোহনীর এলাকার মামুন খন্দকার (৩৫) সাথে প্রতিবেশী মান্নান (৪৩) ও সুমনের সাথে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে দীর্ঘ দিনের বিরোধ চলছে। এ নিয়ে গত বুধবার বিকালে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপালে চিকিৎসা দেয়া হয়।
আহতরা হলেন, মামুন খন্দকার (৩৫), রাবেয়া আক্তার (৩৫), কহিনুর (৪৫), ডলি আক্তার (৫০) ও সাদ্দাম হোসেন (৩০)।
পরে, শিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মামুন। অপর দিকে সুমনও মামুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।
পরের দিন বৃহস্প্রতিবার দুপুর ২.৩০ টার এস আই কামালের উপস্থিতিতে দ্বিতীয় দফায় মহিলা সহ আরও ৪ জনকে পিটানো হয়। ওই দিন দিবাগত রাত ৩.৩০ টার দিকে দুটি ফলের দোকানে এবং ১ টি রিক্সার গ্যারেজের প্রায় ১০-১২ টি রিক্সার পুড়ে যায়। তাছাড়াও রিক্সার গ্যারেজের পাশে থাকা সাবেক চেয়ারম্যান আবু তাহের খন্দকারের দোকানের অধিকাংশ অংশ পুড়ে যায়।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, “বাড়ির প্রাচীর সংক্রান্ত বিষয় নিয়ে পুঠিয়ার মামুন খন্দকার ও সুমনের ঝামেল চলছিলো। আমি গতকাল বৃহস্প্রতিবার ঘটনাস্থলে গিয়েছি এবং পরিবেশ স্বাভাবিক রয়েছে। ফলের দোকানে আগুন দিয়েছেন কিনা জানি না, খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”