স্বপন রায়: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি) ভেরিফাই প্রোফাইল পেজের কভার ফটো হিসেবে দিয়ে রেখেছেন টাইগাররা ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার উইয়িনিং মোমেন্ট এর সেই ছবি।
বিশ্বব্যাপী টাইগারদের সুনামের ঝড় বইছে। টাইগাররা ওডিআই সিরিজ না জিতলেও। বিশ্ব পরাশক্তি বর্তমান টি২০ এর চ্যাম্পিয়নদের দিল “বাংলাওয়াশ”এর স্বাধ। এই পরিপেক্ষিতে সকল ক্রিকেটপ্রেমীদের মুখে বাংলাদেশের সুনাম বইছে।
সেইসাথে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অর্থাৎ বিশ্ব ক্রিকেট বোর্ডও টাইগারদের শুভেচ্ছা জানাতে ভুলেনি। আইসিসি টাইগারদের শুভেচ্ছা জানাতে তাদের ভেরিফাই ফেসবুক পেজের কভার ফটো হিসেবে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার উইয়িনিং মুহুর্তের সেই ছবিটি দিয়ে রেখেছে।
উল্লেখ্য, ইংল্যান্ডের সাথে তিনটি ওয়ানডে ম্যাচ খেলে বাংলাদেশ। তার মধ্যে মাত্র একটি ম্যাচের জয় পায় টাইগাররা। কিন্তু টি২০ সিরিজে ওডিআই এর প্রতিশোধ নিতে ভুলেনি বাংলাদেশ টাইগাররা। প্রথম ম্যাচে ১৫৬ রানের লক্ষে ব্যাট করতে নেমে ১২ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তোলে নেয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৭ বল হাতে রেখে ৪ উইকেটের জয় তোলে নেয় বাংলাদেশ। সব শেষ হোয়াইটওয়াশ লক্ষে খেলতে নেমে ১৫৮ রানের টার্গেট দেয় ইংল্যান্ডকে সেই লক্ষে ইংল্যান্ড ২০ ওভারে করে মাত্র ১৪২ রান।