ঢাকাসোমবার , ১৩ মার্চ ২০২৩
  1. অপরাধ সংবাদ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ নিউজ
  13. ঢাকা বিশ্ববিদ্যালয়
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজের নবীন বরণ অনুষ্ঠিত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
মার্চ ১৩, ২০২৩ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজের একাদশ ও স্নাতক শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মু,মিজানুর রহমান এর সার্বিক তত্বাবধানে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহবান এবং রজনীগন্ধা ফুল দিয়ে নবাগত শত শত শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ভাবে বরণ করে নেয় কলেজ কর্তৃপক্ষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসসাদিকজামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।


কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক অধ্যাপক মো. শরিফ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, কালীগঞ্জ পৌর সভার মেয়র ও কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম রবিন হোসেন, গাজীপুর জেলা পরিষদের সদস্য মো. দেলোয়ার হোসেন প্রমূখ।

এ সময় অন্যান্যের মাঝে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী বশির, অর্থ বিষয়ক সম্পাদক শরিফ হোসেন খান কনক, তথ্য বিষয়ক সম্পাদক মো. মাইনুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম সিজু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তানভীর মোল্লা, সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহমেদ, সাধারণ সম্পাদক মাহফুজা পারভিন, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এম আই লিকন,সম্পাদক ওয়সিম মোল্লাসহ কলেজের শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে কেই দাবিয়ে রাখতে পারবেনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রথম মেট্রোরেল, কর্ণফুলী টার্নেল, ভুমিহীনদের ভুমিসহ গৃহ দান এমন অনেক উন্নয়ন আমাদের দিয়েছেন। অল্পদিনের মধ্যে গাজীপুর জেলাকে ভুমিহীন হিসাবে ঘোষণা করবেন।

বর্তমানে স্কুল কলেজে মেয়ে শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মেয়েরা এখন বলতে পারে আমাদের আজ কেউ দাবিয়ে রাখতে পারবে না। কিন্তু এখন শিক্ষার্থীতিরা শিক্ষকদের শ্রদ্ধা বা সম্মান করতে দেখা যায়না।শিক্ষার্থীদের শ্রদ্ধাবোধ ও মানবিকবোধ জাগ্রিত করতে হবে। সরকারের এতো সুযোগ সুবিধা পেয়েও যদি লেখাপড়া না করে তাহলে তাদের জীবন অন্ধকার। সবাইকে সঠিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। নিজেদের নিজের পায়ের দাঁড়িয়ে আত্মসম্মান নিয়ে সঠিক পথে এগিয়ে যেতে হবে।তিনি আরও বলেন প্রধানমন্ত্রী আমাদের এত উন্নয়ন করে দিয়েছেন আমাদেরও কিছু দেওয়ার দায়িত্ব আছে। তিনি সবার উদ্দেশ্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।