মাজারুল ইসলাম জিয়া, শিবপুর প্রতিনিধি : নরসিংদীর শিবপুরের উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খানের উপর ২৫ ফেব্রুয়ারী সন্ত্রাসী হামলার প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ মার্চ) বিকেলে পৌর আওয়ামী লীগের আয়োজনে শিবপুর উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খানের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্যে রাখেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু মাষ্টার, সাবেক সহ-সভাপতি আঃ হাই মাষ্টার, জেলা আওয়ামী লীগের সদস্য ফরহাদ আলম ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ,
উপস্থিত ছিলেন জুনায়েদুল হক ভূইয়া জুনু, সহসভাপতি, নরসিংদী জেলা আওয়ামী যুবলীগ।
উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, মাসুদ পারভেজসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব কামাল হোসেন সহ-সভাপতি, শিবপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। আলোচনা সভা শেষে আলহাজ্ব হারুনুর রশিদ খানের সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।