ঢাকাশনিবার , ৪ মার্চ ২০২৩
  1. অপরাধ সংবাদ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ নিউজ
  13. ঢাকা বিশ্ববিদ্যালয়
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

এসএসসি ২০১৩ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

লক্ষন বর্মন, নরসিংদী :
মার্চ ৪, ২০২৩ ১১:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে এসএসসি ২০১৩ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ মার্চ) দিনব্যাপী নরসিংদী ড্রিম হলিডে পার্কে এই পুনর্মিলনী হয়।

প্রায় ১০ বছর পর প্রিয় বন্ধুদের কাছে পেয়ে পুনর্মিলনী উপলক্ষে আনন্দে মেতে ওঠে সাবেক শিক্ষার্থীরা। নাচ, গান, আবৃত্তি ও নানাবিধ আনুষ্ঠানিকতায় উচ্ছ্বাস প্রকাশ করে অন্তত ১ হাজার শিক্ষার্থী। অনেক দিন পর সব বন্ধুরা একত্রিত হতে পেরে ফিরে গেছেন স্কুল জীবনের স্মৃতিতে। আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই। প্রিয় মুহূর্তটি ক্যামেরা বন্দি করতেও দেখা গেছে অনেককে। মিলনমেলার বাড়তি আনন্দ দিয়েছে দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন।

২০১৩ ব্যাচের শিক্ষার্থী রিমন প্রধান বলেন, প্রায় ১০ বছর পর স্কুলের বন্ধুদের কাছে পেয়েছি। ব্যাচ ১৩ একটি ভালোবাসার নাম। বন্ধুদের ডাকে প্রায় হাজার খানেক শিক্ষার্থী একত্রিত হয়েছি ।

এসএসসি ১৩ ব্যাচ উদযাপন কমিটির প্রধান তকিব হোসেন বলেন, স্কুল জীবনের পর আমাদের বন্ধুদের মাঝে একটা দূরত্ব তৈরি হয়। আজকের আয়োজন সেই দূরত্ব কিছুটা হলেও কমাবে বলে আশা রাখছি। বন্ধুত্বের বন্ধন দৃঢ় করতে এরকম আয়োজন প্রতিবছর করার প্রত্যাশা করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।