ঢাকারবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৩
  1. অপরাধ সংবাদ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ নিউজ
  13. ঢাকা বিশ্ববিদ্যালয়
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে ৩ দিন ব্যাপী ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত

মোঃ লোকমান হোসেন পনির, কালিগঞ্জ, গাজিপুর :
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে চৌড়া যুব সমাজের উদ্যোগে ৩ দিন ব্যাপী ইসলামী মহা সম্মেলন শেষ হয়েছে। প্রতি বছরের ন্যায় চৌড়া যুব সমাজের উদ্যোগে চৌড়া নয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত ১৬ ফেব্রুয়ারী বাদ আছর হতে শুরু হয়ে ১৮ ফেব্রুয়ারী গভীর রাতে বিশেষ দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।
বিশিষ্ট সাংবাদিক ও সমাজ সেবক মো. লোকমান হোসেন পনিরের সভাপতিত্বে সমাপনি দিনে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র এস এম রবিন হোসেন। প্রধান বক্তা হিসাবে তাকরীর পেশ করেন ঢাকা গুলবাগ জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মো. ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী।
বিশিষ্ট সমাজ সেবক মো. ফজলুল হক রাসেলের সঞ্চালনায় সম্মেলনের শুভ উদ্বোধন করেন এ্যাড. মো. কাউছার সিকদার। বিশেষ অতিথি কালীগঞ্জ পৌর কাউন্সিলর মো. আবদুস সালাম, শাদেরগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক মুঃ সোহরাব আলী সরকার, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন খান, যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির, কালীগঞ্জ সরকালী শ্রমিক কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. এম আই লিকন।
সম্মেলনে অন্যান্যের মাঝে তাকরীর পেশ করেন পলাশ উপজেলাধীন ডাংগা তানজিমূল উলুম মাদ্রাসার মোহ্তামিম হজরত মাওলানা মুফতি মো. মোশাররফ আল হাবিবী, চৌড়া শাহ্ কার ফরমা (রঃ) দরগার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হজরত মাওলানা মুফতি মো. নাসির উদ্দিন মাহামুদী, চৌড়া উত্তরপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারী মাওলানা মো. কামাল উদ্দিন আজাদ।
শনিবার গভীর রাতে সম্মেলনের প্রধান বক্তা উপস্থিত শত শত মুসুল্লীদের নিয়ে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।