মুশফিকুর রহমান ইমন, চবি প্রতিনিধি : সোমবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ১০টায় কলা ও মানববিদ্যা অনুষদের ২ নং গ্যালারিতে “Linguistics Diversity and Language Education in Bangladesh” শীর্ষক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, বিশেষ অতিথি ছিলেন চবি’র উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে।
এ সময় উপাচার্য ড. শিরীন আখতার বলেন, বাংলাদেশে বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠী বসবাস করে। এ কারণে এদেশে ভাষা বৈচিত্র্যতা সৃষ্টি হয়েছে। প্রতিটি ভাষারই স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে।এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। কিভাবে বিপন্ন ভাষাগুলোকে রক্ষা করা যায় এটা নিয়ে অনেক গবেষণার সুযোগ আছে।
এ সম্মেলনে মূল বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ কলেজের লিংগুয়িস্টিকস ও কগনিটিভ সাইন্সের অধ্যাপক ড. ডেভিড এ পিটারসন।
তিনি বলেন, আমি সংক্ষিপ্তভাবে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর ভাষা নিয়ে বিগত ২০ বছরের গবেষণা নিয়ে কথা বলবো। সেকারণে আমি ওই এলাকার ভাষার বৈচিত্র্যের দিকগুলো বিবেচনা করব। আমি তাদের বলার ধরণ, শব্দগঠন, বাক্যগঠন সম্পর্কে মনোযোগ দিব।
তিনি পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জনগোষ্ঠীর ভাষাগত বৈচিত্র্য এবং ভাষাগুলোর ব্যকরণগত মূল বিষয়গুলো নিয়ে তার গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে তথ্যবহুল আলোচনা করেন।
এছাড়াও এ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন উজবেকিস্তানের এমিটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুপ্রিয়া ব্যানার্জী। তিনি বিভিন্ন ভাষাগত সামাজিকতা ও এর সংস্কৃতি কিভাবে শিক্ষা ব্যবস্থার পাঠদানে প্রভাব ফেলে এ বিষয়ে আলোচনা করেন।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. আল আমীন ‘বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার মাধ্যম হিসেবে ইংরেজি’ এ বিষয়ক ছাত্রদের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেন।
এ সম্মেলনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক ড. ফারজানা ইয়াসমিন চৌধুরী।
দু’দিন ব্যাপী এ সম্মেলনে ভাষা বৈচিত্র্য ও ভাষা শিক্ষা বিষয়ক প্রবন্ধ উপস্থাপন ছাড়াও ভাষা ও ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের করা মাঠ পর্যায়ের গবেষণা কর্মের পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত হবে।