মুশফিকুর রহমান ইমন, চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এর আধুনিক ভাষা ইনস্টিটিউটের আয়োজনে দুই দিনব্যাপী আইএমএল আন্তর্জাতিক সম্মেলন ২০২৩ (IML International Conference 2023)আগামী ১৩-১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সোমবার সকাল হতে চবি কলা ও মানববিদ্যা অনুষদের ১ এবং ২ নং অডিটরিয়ামে “Linguistic Diversity and Language Education in Bangladesh” শীর্ষক সম্মেলনে মূল বক্তা হিসেবে থাকবেন যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ কলেজের লিংগুয়িস্টিকস এবং কগনিটিভ সাইন্সের অধ্যাপক ড. ডেভিড এ পিটারসন। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন চবির উপ-উপাচার্য অধ্যাপক বেণু কুমার দে এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক।
উক্ত সম্মেলনে প্লেনারি স্পিকার হিসেবে থাকবেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. হাকিম আরিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক ড. ফারজানা ইয়াসমিন চৌধুরী। দু’দিন ব্যাপী এ সম্মেলনে ভাষা বৈচিত্র্য ও ভাষা শিক্ষা বিষয়ক প্রবন্ধ উপস্থাপন ছাড়াও ভাষা ও ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের করা মাঠ পর্যায়ের গবেষণা কর্মের পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত হবে।