নরসিংদী প্রতিনিধি : সারাদেশের ন্যায় নরসিংদীতেও বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০১ জানুয়ারি) সকালে শিবপুরের কামারটেক এলাকায় প্রতিষ্ঠিত “তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি’র ৭শত শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। বই বিতরণ করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বশিরুল ইসলাম বশির।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি ও বিদ্যালয় গণর্নিং বডির সভাপতি সহকারি অধ্যাপক তফাজ্জল হোসেন এর সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সদস্য সাংবাদিক হলধর দাস,একাডেমির সহ-সভাপতি ডা. আশরাফুল আলম, প্রধান শিক্ষক সজল চন্দ্র পাল, সদস্য আবুল কালাম, অভিভাবক মো. মিলন মিয়া, কমল শর্মা, বাবুল বনিক ও বাদল চন্দ্র পাল।
হাতে বিনামূল্যে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের পাশাপাশি আনন্দ-উল্লাসে সামিল হয়েছেন অভিবাবকরাও।
এর আগে নরসিংদী শহরের ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
এছাড়া,নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার, অতিরিক্ত জেলাপ্রশাসক(শিক্ষা ও আইসিটি) মো. আবদুল্লাহ আল জাকী,নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী, জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বাইজীদ খান, নরসিংদী পৌরসভার এখন মেয়র আমজাদ হোসেন বাচ্চু প্রমুখ।
নরসিংদী আইডিয়াল হাই স্কুল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)এস এস এম ইবনুল হাসান ইভেন বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরন করেন। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী,নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব, প্রেস ক্লাবের সিনিয়র সদস্য হলধর দাস,বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জহিরুল ইসলাম খোকন ও আবুল হাসান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মনজিল-এ-মিল্লাত এর সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবক, সুধীজন
উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, , নরসিংদীতে এবছর প্রাথমিকে ১৩ লাখ ৭৩ হাজার ৭৭০ টি বই বরাদ্ধ থাকলেও প্রথম ধাপে পেয়েছে ৮ লাখ ২৯ হাজার ৬৫২ সেট। মাধ্যমিকে ৩৫ লাখ ৫৬ হাজার ২৩৫ সেট বই বরাদ্ধের বিপরীতে বই পেয়েছে ২৫ লাখ ৮১ হাজার ৯৫০টি।
# লক্ষন বর্মন, নরসিংদী
০১.০১.২০২৩