অসুস্থ্য বীর মুক্তিযোদ্ধা ফান্টু খোঁজ খবর নিলেন এমপিসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ
বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সমাজসেবী অসুস্থ্য ফজলুর রহমান ফান্টুর খোঁজ খবর নিতে ঢাকার মালিবাগের মেয়ের বাসায় গিয়েছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রশীদুল্লাহ, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক, জেলা পরিষদের সাবেক সদস্য ও ঈশ্বরদী প্রেসক্লাবের সহ- সাধারন সম্পাদক শফিউল আলম বিশ্বাস। এ সময় তাঁর জামাতা সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু পাশে ছিলেন।
এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস বীর মুক্তিযোদ্ধা ফান্টুর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
উল্লেখ, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু বেশ কিছুদিন যাবৎ গুরুতর অসুস্থ। তিনি ঢাকা ল্যব এইড হাসপাগালে চিকিৎসাধীন ছিলেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার প্রস্তুতি চলছে।