ঢাকামঙ্গলবার , ২০ ডিসেম্বর ২০২২
  1. অপরাধ সংবাদ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ নিউজ
  13. ঢাকা বিশ্ববিদ্যালয়
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

সাঁথিয়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসহ তিনস্থানে দুর্ধর্ষ চুরি

শমিত জামান : সাংবাদিক ও কলামিষ্ট
ডিসেম্বর ২০, ২০২২ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সাঁথিয়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসহ তিনস্থানে দুর্ধর্ষ চুরি।

পাবনার সাঁথিয়ায় একই রাতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে, সাংবাদিক ও প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।

সঙ্গবদ্ধ চোরেরা কমপ্লেক্সের গ্রীল ও তালা কেটে, সাংবাদিকের বাড়ির গেটের তালা ভেঙ্গে ও প্রবাসীর বাড়িতে জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে ৩ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

জানা গেছে, মঙ্গলবার (২০ ডিসেম্বর) ভোর রাতে চোরেরা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পিছনের গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে।

এসময় তারা ১টি টিভি, ২টি সাউন্ডবক্স, ৪টি আইপিএসের ব্যাটারি, ১টি পানি তোলার মোটর, ভেন্টিলেটারের ডাকনাসহ প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন জানান, চুরির ঘটনায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়ে কমপ্লেক্সের ভবন পরিদর্শন করা হয়েছে। চুরি যাওয়া মালামাল উদ্বারের ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরদিকে সোমবার রাত ৮টার দিকে বাড়িতে না খাকায় দৈনিক ইত্তেফাক পত্রিকার সাঁথিয়া উপজেলা সাংবাদদাতা ও উপজেলার বিষ্ণুবাড়িয়া গ্রামের বাসিন্দা উজ্জল হোসেনের বাড়ির গেটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণলঙ্কারসহ প্রায় ১ লাখ ৩৫ হাজার ৫শ’ টাকা এবং একই রাতে একই গ্রামে প্রবাসী শাহ আলমের বাড়ির জানালার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও দামী কাপড়-চোপড়সহ প্রায় ২০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা।এ ব্যাপারে সাঁথিয়া থানায় পৃথক পৃথক অভিযোগ দায়ের হয়েছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।