ঢাকাবৃহস্পতিবার , ২৭ অক্টোবর ২০২২
  1. অপরাধ সংবাদ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ নিউজ
  13. ঢাকা বিশ্ববিদ্যালয়
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে ১৭৬তম বিশ্ব এনেসথেসিয়া দিবস পালন করেছে চিকিৎসকরা

লক্ষন বর্মন, নরসিংদী :
অক্টোবর ২৭, ২০২২ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৭৬তম বিশ্ব এনেসথেসিয়া দিবস পালন করেছে সোসাইটি অব এনেসথেসিওলজিস্টস এন্ড সার্জন (সাস) নরসিংদী। বুধবার (২৬ অক্টোবর) রাতে সংগঠনের সাধারণ সম্পাদক ডা. অসীম কুমার ভৌমিকের সার্বিক ব্যবস্থাপনায় ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস্ এর সহযোগিতায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি প্রফেসর ডা. এসএম মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কনসালটেন্ট ডা. সুখ রঞ্জন দাস।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএমএ নরসিংদীর সাবেক সভাপতি ডা. গোলাম দস্তগীর, সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক অপু, প্রফেসর ডা. সুবিনয় কৃষ্ণ পাল, ডা. এএনএম মিজানুর রহমান, ডা. একরামুল হক সজল, অর্থোপেডিক সার্জন ডা. এহতেশামুল হক, বিএমএ নরসিংদীর নেতৃবৃন্দ ও চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন অনুষদের অধ্যাপকবৃন্দসহ ১২০জন চিকিৎসক। ডা. পলি সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ডা. আবু কাউসার সুমন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।