আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার অপরাধে দুজন জেলেকে এক বছর করে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার।
সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার রায়াপুর এলাকার সোয়েব হাওলাদার (৩০) ও বাবুগঞ্জ এলাকার মাসুম হাওলাদার (৩২)। এসময় এলাকাবাসী অভিযোগ করে বলেন এখন যারা মাছ ধরেন তারা বেশিরভাগই মৌসুমি জেলে। এছাড়া অন্য এলাকা থেকে লোক এসেও মাছ শিকারে লিপ্ত আছেন। এদের বিরুদ্ধে কঠোর অভিযানের দাবি করেন তারা।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) উপজেলা মৎস্য দপ্তরের অভিযানে তাদেরকে সুগন্ধা নদী থেকে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত)সৈয়দ নজরুল ইসলাম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।