ঢাকাবৃহস্পতিবার , ৬ অক্টোবর ২০২২
  1. অপরাধ সংবাদ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ নিউজ
  13. ঢাকা বিশ্ববিদ্যালয়
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

লক্ষন বর্মন, নরসিংদী থেকে :
অক্টোবর ৬, ২০২২ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলার রাধানগর ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম তপনের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর, হয়রানি মূলক মিথ্যা মামলাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে কয়েকটি ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (০৬ অক্টোবর) দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়ন কমপ্লেক্সের সামনে থেকে গকুলনগর ঢাকা-সিলেট মহাসড়ক পর্যন্ত এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সমাবেশ করে রাধানগর ইউনিয়নের ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন।
এসময় জুতা ও ঝাড়ু নিয়ে অনেককে বিক্ষোভ মিছিলে অংশ নিতে দেখা গেছে। মিছিলে চেয়ারম্যান তপন ও তার লোকজনের বিচার দাবীতে তুলেন উপস্থিত বিক্ষুব্দ জনতা। মানববন্ধনে দেখা গেছে রাধানগরের “উবায়দুল হকের মৃত্যুর প্ররোচনাকারী তপন চেয়ারম্যান ও তার লোকজনের গ্রেফতার ও শাস্তির আওতায় আনার জন্য ব্যানার হাতে দাড়ায় স্থানীয়রা।

মানববন্ধনে নিহত উবায়দুল হকের ভাই মো: মোমেন মিয়া জানান, রাধানগর ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম তপন এর নেতৃত্বে তার পালিত সন্ত্রাসী বাহিনীরা আমাদের বাড়িতে এসে উবায়দুলকে মারধর করে। পরদিন উবায়দুলকে তপনের সন্ত্রাস বাহিনীরা স্থানীয় একটি বাজারে লোকজনের সামনে বেঁধে বেধরক মারধর করে বাজার থেকে বের করে দেয়। এরপর থেকেই উবায়দুলকে তপন বাহিনীরা বিভিন্ন ভাবে নির্যাতন করতে থাকে। এসব সহ্য করতে না পেরে উবায়দুল এক পর্যায় আত্মহত্যার পথ বেছে নেয়। এ ঘটনায় থানা পুলিশ অবগত রয়েছে বলে জানান তিনি।
মানববন্ধনে আসাদুজ্জামান রিপন বলেন, চেয়ারম্যান তপন জন্ম নিবন্ধন, চারিত্রিক সনদ, ট্রেড লাইসেন্স, ওয়ারিশ সার্টিফিকেট দানে অতিরিক্ত ফি আদায় করছে। সে তিনশো থেকে পাঁচশো টাকা নিচ্ছে এবং অনেকের কাছ থেকে টাকা নিয়েও নিবন্ধন দিচ্ছে না। ওয়ারিশ সার্টিফিকেট ও ট্রেড লাইসেন্সের বেলায়ও সে এই কাজ করেছে। দীর্ঘদিন হয়রানি করে যাচ্ছে। তিনি আরোও বলেন, তপন চেয়ারম্যান আমি সহ স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীদের আসামী করেও একটি মিথ্যা অভিযোগে মামলা দিয়ে হয়রানি করছে। শুধু এইটুকুতেই চেয়ারম্যান ক্ষ্যান্ত হয়নি তিনি ইউনিয়নে একটি সন্ত্রাসী কার্যকলাপের সৃষ্টি করেছে। তার বিরুদ্ধে যেই প্রতিবাদ করতে যায় তাকেই মিথ্যা মামলা দিয়ে হয়রানী করাচ্ছে। পরে স্থানীয়রা মানববন্ধনের মাধ্যমে সরকার প্রধানের কাছে তিনি ইউপি চেয়ারম্যান তপন এর বিচার দাবী করেন।
রাধানগর ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম তপন মানববন্ধনে উল্লেখিত বিষয়গুলোর ব্যাপারে জানতে চাইলে তিনি তা অস্বীকার করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারনে সমাজে একটি মহল এসব মিথ্যাচার করে বেরাচ্ছে। যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।