ঢাকাবুধবার , ২৮ সেপ্টেম্বর ২০২২
  1. অপরাধ সংবাদ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ নিউজ
  13. ঢাকা বিশ্ববিদ্যালয়
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে ইজিবাইক ছিনতাই ও চালক হত্যার ৪ আসামী গ্রেপ্তার

লক্ষন বর্মন, নরসিংদী জেলা প্রতিনিধি :
সেপ্টেম্বর ২৮, ২০২২ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে ইজিবাইক (বিভাটেক) ছিনতাই করে চালক হত্যার ঘটনায় জড়িত এক নারীসহ ৪ আসামী গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ( ডিবি)। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো: আল আমিন।
এর আগে নিখোঁজের একদিন পর গত রোববার রায়পুরার হাসনাবাদ বাজারের পূর্ব পাশে সড়কের পাশ থেকে বিজয় মিয়া (২৬) নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- রায়পুরার থানার বলবপুর এলাকার ধন মিয়ার ছেলে মো: রুবেল মিয়া (৩১), বীরগাঁও পূর্বপাড়া এলাকার মোসলেম মিয়ার ছেলে কাউছার (২৮), মো: সোলাইমান মিয়ার ছেলে আলাল মিয়া (৩৫) ও বীরগাঁও কান্দাপাড়া এলাকার মো: আব্দুর রহিমের স্ত্রী রুবিয়া বেগম (৪৫)।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো: আল আমিন জানান, গত শনিবার বিকালে নরসিংদী শহরের বাসাইল এলাকার বাসা থেকে ব্যাটারি চালিত ইজিবাইক নিয়ে বের হন বিজয় মিয়া। এরপর থেকে তার কোন খোঁজ পাচ্ছিল না পরিবার। পরদিন রোববার বিকেলে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের পাশে ঝোঁপে গলায় রশি বাঁধা অবস্থায় মরদেহ করে পুলিশ। এই ঘটনায় থানায় মামলা হয়। পরে ৪৮ ঘন্টার মধ্যে গোয়েন্দা পুলিশ গোপন তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় রায়পুরার চরমরজাল ও নিলক্ষা এলাকা থেকে ৪ জনকে গ্রেপ্তার করে। এসময় আসামীদের দেয়া তথ্যমতে রুবিয়া বেগমের বাড়ি থেকে ছিনতাই হওয়া ইজিবাইকের চাকা ও আলাদা করা যন্ত্রাংশ জব্দ করে। গ্রেপ্তারকৃতরা ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক বিজয় মিয়াকে হত্যা করে বলে পুলিশী জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।