ঢাকাশনিবার , ২৪ সেপ্টেম্বর ২০২২
  1. অপরাধ সংবাদ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ নিউজ
  13. ঢাকা বিশ্ববিদ্যালয়
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও প্রাইভেটকারসহ মাদক কারবারি আটক

ঈশাত জামান মুন্না
সেপ্টেম্বর ২৪, ২০২২ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঈশাত জামান মুন্না

লালমনিরহাট প্রতিনিধিঃ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও প্রাইভেটকার’সহ কুখ্যাত মাদক কারবারিকে আটক করেছে লালমনিরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ টিম

গত ২৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩ টার সময় কাকিনা- রংপুর সড়কে গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা ও একটি প্রাইভেটকারসহ কুড়িগ্রামের কুখ্যাত মাদক কারবারি মাইদুলকে আটক করতে সক্ষম হয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক আলামিন হোসেনের নেতৃত্বাধীন টিম।
আটককৃত কুখ্যাত মাদক কারবারি মাইদুল ইসলাম (৩২) কুড়িগ্রাম জেলার অনন্তপুর ইউনিয়ন এর কাশিপুর গ্রামের রুস্তম আলীর পুত্র বলে জানা গেছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক হয়ে  আলামিন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে আমাদের টিম কাকিনা- রংপুর সড়কে অবস্থান নিয়ে তল্লাশি চালিয়ে সন্দেহজনকভাবে একটি প্রাইভেটকার আটক করি, পরে তল্লাশির এক পর্যায়ে কারের ভ্যাগডালার ভিতর হতে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে সেই সাথে প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, আটককৃত কুখ্যাত মাদক কারবারি মাইদুল ইসলাম এর বিরুদ্ধে ইতিপূর্বে কুড়িগ্রামসহ বিভিন্ন জেলায় একাধিক মাদক মামলা চলমান রয়েছে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।