ঢাকামঙ্গলবার , ৬ সেপ্টেম্বর ২০২২
  1. অপরাধ সংবাদ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ নিউজ
  13. ঢাকা বিশ্ববিদ্যালয়
  14. তথ্যপ্রযুক্তি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

রায়পুরায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিযুক্ত স্বামীর বিচার দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

লক্ষন বর্মন, নরসিংদী থেকে :
সেপ্টেম্বর ৬, ২০২২ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নে গত রোববার (৪ সেপ্টেম্বর) মাহিনুর বেগম (১৬) নামক এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রায়পুরা থানার পুলিশ। মাহিনুরের মৃত্যুর বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বজনদের অভিযোগ মাহিনুরের স্বামী আলিম খাঁন টাকার জন্য তাকে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যার রুপ ধারণ করেছে।
এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী আলিম খাঁন পলাতক, ঘটনার দিন সন্ধ্যায় কুয়েতে চলে যায়। অভিযুক্ত আলিম খাঁন চাঁনপুর ইউনিয়নের সওদাগর কান্দি খান্নাবাড়ির মৃত্যু সোলায়মান মিয়ার ছেলে, অপরদিকে নিহত ওই গৃহবধূ একই ইউনিয়নের সুজাতপুর গ্রামের মো: গোলাপ মিয়ার মেয়ে। এ ঘটনায় মাহিনুর হত্যার অভিযুক্ত স্বামীর বিচারের দাবীতে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার চাঁনপুর ইউনিয়নের সুজাতপুর এলাকায় কয়েক শতাধিক লোকের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করা হয়।
বিক্ষোভ মিছিলে আলিম খাঁন এর ফাঁসির দাবী করেন স্থানীয়রা। এসময় নিহত মাহিনুরের বাবা-মা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন৷
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে রোববার থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান তারা। উল্লেখ্য, গত রোববার সকালে রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের সুজাতপুর এলাকা থেকে গৃহবধূ মাহিনুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুলিশ তার মরদেহ মর্গে প্রেরণ করেন৷
#

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।