ঈশাত জামান মুন্না
লালমনিরহাট প্রতিনিধিঃ আজ শনিবার (২৭ আগস্ট ) বিকাল ৫ টার দিকে জেলার কালীগঞ্জের লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের সুন্দ্রাহবী বটতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় নিহত আলম মিয়া উপজেলার তুষভান্ডার ইউনিয়নের দক্ষিন ঘনেশ্যাম মটেরপাড় গ্রামের খরকু শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে,লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি ট্রাক সুন্দ্রাহবী ফেডারেশন এলাকায় ভুট্টা বোঝাই একটি ট্রাক্টরকে পিছন দিয়ে ধাক্কা দিলে ট্রাক্টরে থাকা শ্রমিক আলম মিয়া ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।