মোঃ লোকমান হোসেন, স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জ টুঙ্গি পাড়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও কালীগঞ্জ পৌর সভার মেয়র এস এম রবিন হোসেন।জাতীয় শোকের মাসে আজ (২০ আগষ্ট শনিবার) দুপুরে কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর সভার মেয়র এস এম রবিন হোসেন এর নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গি পাড়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় অন্যান্যের মাঝে কালীগঞ্জ পৌরসভার সকল কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরিশেষে তারা
জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ সলক শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন। এ সময় কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র এস এম রবীন হোসেন বঙ্গবন্ধুর সমাধি স্থল পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।