মোঃ লোকমান হোসেন পনির, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে গোখড়া সাপের কামড়ে সেফালী বেগম (৩৮) গৃহবধুর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার জাংগালিয়া ইউনিয়নের দেওতলা গ্রামে মোঃ শফিকুল ইসলাম এর স্ত্রী ও সেফালী বেগম সে ২ সন্তানের জননী
সরজমিনে গিয়ে পারিবারিক সূত্রে জানা যায়, শফিকুল ইসলামের স্ত্রী সেফালী বেগম সকাল আনুমানিক ৬ টার দিকে প্রাকৃতিক ডাকে সাড়াদিয়ে বাড়ির পিছনে বাথরুমে যায়। বাথরুম থেকে ফেরার পথে ঘরের পিছনে একটি গর্তথেকে বাহির হয়ে গোখড়া সাপটি সেফালীকে দংশন করে। সেফালী বেগমের ডাক-চিৎকারে তার স্বামী শফিকুল ইসলাম আগাইয়া আসে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত ডাক্তার প্রাথমিক পরীক্ষা-নিরিক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার বিকেলে নিহতের নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন করা হয়।